বিশ্বজমিন
ভেনিজুয়েলার নির্বাচনে জয়ী বিরোধী দল: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ২ আগস্ট ২০২৪, শুক্রবার, ২:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০৩ অপরাহ্ন
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজের দল জয়ী হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, বিরোধী দলের ব্যাপারে অপ্রতিরোধ্য প্রমাণ রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এডমান্ডো গঞ্জালেজকে সর্বাধিক ভোটে বিজয়ী হিসেবে মন্তব্য করেছেন। তবে মার্কিন এই মন্তব্যকে প্রত্যাখ্যান করেছেন মাদুরো। এক বিতর্কিত নির্বাচনী ফলাফলের মাধ্যমে নিকোলাস মাদুরো টানা তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি অবৈধভাবে দেশটির প্রশাসনকে ব্যবহার ক্ষমতা কুক্ষিগত করেছেন। এছাড়া এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি বলেও অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ। নির্বাচন কমিশন মাদুরোকে জয়ী হিসেবে ঘোষণা করার পর পরই সারা দেশে বিক্ষোভ করেন বিরোধী সহ সেখানের জনগণ। এত বেশ কয়েকটি হতাহতের ঘটনাও ঘটেছে।
২৮ জুলাই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে এডমান্ডো গঞ্জালেজ সর্বাধিক ভোট পেয়েছেন বলে দাবি মার্কিন পররাষ্টমন্ত্রীর। তিনি বলেছেন, এ বিষয়ে তারা ‘অপ্রতিরোধ্য প্রমাণ’ পেয়েছেন এবং এটাই যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ছাড়াও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ মাদুরোর জয় নিয়ে সংশয় প্রকাশ করেছে। এদের মধ্যে ব্রাজিল, মেক্সিকো এবং কলম্বিয়ার প্রসিডেন্ট ভেনিজুয়েলার নির্বাচনের সকল ফলাফল প্রকাশের আহ্বান জানিয়েছেন।
টানা তৃতীয় মেয়াদে বিতর্কিত ফলাফলের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মাদুরো। বিরোধীরা বলছেন মাদুরো প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে নির্বাচনের ফলাফল তার পক্ষে নিয়েছেন। তিনি সকল ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল প্রকাশ করেননি। যারফলে সাধারণ জনতা এই ফলাফল প্রত্যাখ্যান করেছে বলে দাবি বিরোধী দলগুলোর। ফলাফল প্রকাশের পর দিনই সড়কে সড়কে বিক্ষোভ করেন দেশটির জনগণ। সেই আন্দোলন দমাতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট বর্ষণ করেছে। এতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। বিরোধী দলগুলো নিজেদের পরিসংখ্যানের ভিত্তিতে বিশাল ব্যবধানে জয়ী হওয়ার দাবি করেছে। এছাড়া নির্বাচনের জনমত জরিপে বিরোধী দলের ভূমিধস বিজয়ের সম্ভাবনার কথা বলা হয়েছিল।
প্রেসিডেন্ট মাদুরো বিদেশি সরকারগুলোর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছেন। মাদুরো দৃঢ়ভাবে নির্বাচনী জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, বিরোধীরা ফলাফল নিয়ে বিতর্ক সৃষ্টি করার বৃথা চেষ্টা করছে। তিনি বিরোধীর ওপর দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেছেন। কেননা প্রেসিডেন্ট মাদুরোর বিজয়ের ঘোষণার পর পরই রাজধানী কারাকাসে মারাত্মক বিক্ষোভ শুরু করে জনগণ এবং বিরোধী দলের নেতাকর্মীরা। এতে বিশ্বব্যাপী নির্বাচনের ফলাফল নিয়ে জোরালো সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ নির্বাচনের ফলাফল পুনরায় প্রকাশের দাবি জানিয়েছে।