কলকাতা কথকতা
চারদশক পর কলকাতা টানা ৬০দিন বৃষ্টিহীন, তাপমাত্রার পারদ চড়ছে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ৩০ এপ্রিল ২০২২, শনিবার, ৯:০৮ পূর্বাহ্ন

স্যামুয়েল বেকেট তার কালজয়ী উপন্যাস লিখেছিলেন, ওয়েটিং ফর গোডো। আর কলকাতা এখন সেই ধারা অনুসরণ করে বলতে পারে-ওয়েটিং ফর রেইন। টানা ৬০দিন বৃষ্টিহীন কাটছে কলকাতার। ১৯৮০ সালে শেষবার এই অবস্থা হয়েছিল। তারপর চার দশকে কলকাতা এইরকম বৃষ্টিহীন দিন দেখেনি। ২০০৬ সালে একবার টানা ৪৪ দিন বৃষ্টি পায়নি কলকাতা। এবার সেই রেকর্ডও অতিক্রান্ত হলো। শুক্রবার সন্ধ্যায় হালকা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিললেও তা স্বস্তির থেকে অস্বস্তির কারণ হয়েছে। পূর্ব মেদিনীপুর, নদিয়া ও বর্ধমানে অবশ্য ঝড়ের ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দপ্তরের অন্যতম অধিকর্তা জি সি দাসের কথা যেন অমৃতসমান হয় তাই কলকাতাবাসীর প্রার্থনা, তিনি বলেছেন- দুই থেকে চার মে’র মধ্যে কালবৈশাখী আসবে কলকাতায়। সেই দিকেই হা পিত্যেশ করে তাকিয়ে মানুষ