ঢাকা, ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

প্রতিবাদী স্লোগানে কিশোরগঞ্জ রাঙালেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২ আগস্ট ২০২৪, শুক্রবার
mzamin

সারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার ব্যানারে বৃহস্পতিবার জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের দেয়াল ও সড়ক রক্তলাল অক্ষরে রাঙিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। সকাল ৭টায় জেলা শহরের নরসুন্দা মুক্তমঞ্চে শিক্ষার্থী সমাবেশের মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্ল্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা বহন করেন। পরে শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে গুরুদয়াল সরকারি কলেজ, মুক্তমঞ্চ, পৌরপার্ক, শহরের বিভিন্ন সেতু ও গুরুত্বপূর্ণ পয়েন্টে দেয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কসহ বিভিন্ন সড়ক রক্তলাল অক্ষরে লেখা নানা স্ল্লোগানে রাঙিয়ে দেন। এ ছাড়া শহরতলীর জেলখানা মোড় ও বড়পুল এলাকাতেও অনুরূপ কর্মসূচি পালন করেন। বেলা ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি অব্যাহত রাখেন। গুরুদয়াল সরকারি কলেজের অনার্স চূড়ান্ত বর্ষ ভূগোল বিভাগের শিক্ষার্থী ও কোটা বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়কারী অভি চৌধুরী বলেন, মৃত্যু অথবা মুক্তি এর বাইরে আমাদের কোনো চাওয়া নেই। তাই ছাত্রসমাজের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। কোনো দমন-পীড়নের মাধ্যমে ছাত্রসমাজকে দমিয়ে রাখা যাবে না।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপি নেতার পরকীয়া/ রাতভর গাছে বেঁধে রাখার পর বিয়ের সিদ্ধান্ত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status