ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

কয়লার ঘাটতি, তাপপ্রবাহ, শুকনো আবহাওয়া ভারতকে অন্ধকারে ডোবাতে পারে, ৭৫৩ প্যাসেঞ্জার ট্রেন বাতিল

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ৩০ এপ্রিল ২০২২, শনিবার, ৯:০০ পূর্বাহ্ন

mzamin

কয়লা পাওয়ার নিদারুণ সংকট, তীব্র তাপপ্রবাহ এবং টানা অনাবৃষ্টি ভারতে প্রকট সমস্যা তৈরি করতে চলেছে। নিষ্প্রদীপের কারণে গোটা ভারত অন্ধকারে ডুবতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই ৭৫৩টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল শুধুমাত্র কয়লার অভাবে। বিদুতের চাহিদা বাড়ছে, কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন করতে সক্ষম হচ্ছে না কয়লার অভাবে। বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই বিদ্যুৎ-এ রেশন ব্যবস্থা চালু হয়েছে। পাওয়ার কাট করা হচ্ছে বেশ কিছু রাজ্যে। সবথেকে খারাপ অবস্থা রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, বিহার এবং মধ্যপ্রদেশে। এই রাজ্যগুলোতে কয়লার স্টক প্রায় নেই বললেই চলে। ১৯০১ সালে, ১২১ বছর আগে ভারত এমন সংকটে পড়েছিল। আবার সেই অবস্থা ফিরে আসছে।

বিজ্ঞাপন
প্রচণ্ড গরমে ফ্যান, এসি মেশিনের ব্যবহার বেড়েছে। কিন্তু বিদ্যুৎ-এর চাহিদা বাড়লেও যোগান নেই। এই সংকট কাটিয়ে ওঠা সত্যিই কঠিন।      

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status