বিনোদন
জয় বাংলা কনসার্ট বয়কট করলো ক্রিপটিক ফেইট
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন
কদিন ধরে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সহিংসতায় থমকে আছে সারাদেশ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি সরব দেশের শোবিজ অঙ্গনের মানুষেরাও। আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারা। এরই মধ্যে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ক্রিপটিক ফেইট ঘোষণা দিয়েছে, জয় বাংলা কনসার্ট করবে না তারা। গতকাল রাতে ক্রিপটিক ফেইট তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ কথা জানায়। সেখানে তারা জানান, অনেকেই প্রশ্ন করছেন আপনারা জয় বাংলা কনসার্ট করবেন? যেই ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায়, অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয় বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর 'না'। এমন পোস্টে নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছে ক্রিপটিক ফেইট।
শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় ভালবাসা প্রকাশ করেন তারা। তবে কেউ কেউ সমালোচনাও করেছেন। এমন ঘোষণা দিতে কেন এত বিলম্ব করল ব্যান্ডটি, তা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। এর আগে সংগীত শিল্পী সিনা হাসান ‘জয় বাংলা’ কনসার্ট বয়কটের ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, একজন শিল্পী হিসেবে আমি ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলাম। এই তোষামোদকারী 'ছেলেভুলানো' কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোন হিসেবেই যেন কখনই ডাকা না হয়।
বাংলাদেশের সব মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। তবে তাঁরা অবশ্যই এই মহান শব্দবন্ধ দুটো নিয়ে যারা ব্যবসা ফেদেছে তাদের দুরভিসন্ধি ধরে ফেলেছে, দেরিতে হলেও। এই জনপ্রিয় মিউজিক ব্যান্ডটিকে অভিনন্দন তাদের এই সময়োচিত সিদ্ধান্তের জন্য।
শুভকামনা নিরন্তর
ভালবাসা অবিরাম এই দেশপ্রেমিকদের।
ক্রিপটিক ফেইট এর প্রতি ভালবাসা অবিরাম। বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল। তবে অন্যায় অবিচারের এই চূড়ান্ত সময়ে এটাই দেশপ্রেমের পরিচয় বলে মনে করি।