শেষের পাতা
ডিএমপিতে ১৫৪ মামলায় গ্রেপ্তার ১৩৮০
স্টাফ রিপোর্টার
২৫ জুলাই ২০২৪, বৃহস্পতিবার
কোটা আন্দোলন ঘিরে প্রাণঘাতী সংঘাত, সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় ১৫৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় ১ হাজার ৩৮০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে ডিএমপি’র বিভিন্ন থানা পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার এসব তথ্য জানিয়ে বলেন, ঢাকা মহানগরীর প্রায় ৬৯টি পুলিশ স্থাপনায় তারা আক্রমণ করেছে, বেশকিছু ট্রাফিক বক্স পুড়িয়েছে। কয়েকটি ফাঁড়ি, থানায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে। আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ পুলিশ। এর কারণ, পাকিস্তানি হানাদার বাহিনীর উদ্দেশ্যে প্রথম বুলেট ছুড়েছিল বাংলাদেশ পুলিশ। মুক্তিযুদ্ধের যারা বিরোধিতাকারী, যারা স্বাধীনতা চেতনার বিরোধিতাকারী, বাংলাদেশের স্বাধীনতা যারা মেনে নেয়নি, পুলিশকেও তারা মেনে নেই নাই। এই কারণে যেকোনো নাশকতার প্রথম টার্গেট থাকে বাংলাদেশ পুলিশ। এটা আমরা জানি, আমাদের সদস্যদের হত্যা করা হলেও আমাদের অন্য সদস্যদের টলানো যায়নি।
তিনি বলেন, ঢাকা মহানগরীতে কয়েকদিনে যে সহিংসতা, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, যেভাবে পুলিশসহ অন্যান্য সরকারি স্থাপনা পুড়িয়ে দেয়া হয়েছে এটি কোনোভাবে ছাত্রদের আন্দোলন হতে পারে না। এটি নিশ্চিতভাবে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ছাত্রদের আন্দোলনে মিশে ছাত্র আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য এই কাজটা করেছে। এই নাশকতার, অগ্নিসন্ত্রাসের সঙ্গে সাধারণ ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য ছাত্ররা কোনোভাবে এর সঙ্গে জড়িত নয়।