খেলা
ইসরাইলের ম্যাচে ১ হাজার পুলিশ!
স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৪, বৃহস্পতিবারপার্ক দে প্রিন্সেসে ইসরাইলের সঙ্গে মালির ম্যাচ হয়েছে গতরাতে। এই ম্যাচে উপস্থিত ছিল অন্তত ১ হাজার নিরাপত্তারক্ষী। প্যারিস অলিম্পিকে অংশ নিতে যাওয়া ইসরাইলের সব অ্যাথলেটকে ২৪ ঘণ্টা ব্যক্তিগত নিরাপত্তাকর্মী দেবে ফ্রান্সের এলিট পুলিশ বাহিনী। অলিম্পিক ভিলেজ কিংবা ভিলেজ ছেড়ে অ্যাথলেটরা বাইরে গেলেও তাদের সঙ্গে নিরাপত্তাকর্মী থাকবেন। এমনকি ম্যাচ ঘিরেও আছে কড়াকড়ি। সাম্প্রতিক সময়ে ইসরাইলকে নিয়ে প্রতিবাদে মুখর হয়েছে ফ্রান্সের ইউরোপ্যালেস্টাইন। গাজায় যুদ্ধের প্রতিবাদে ইসরাইলকে প্যারিস অলিম্পিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল ফিলিস্তিন। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান টমাস বাখ ফিলিস্তিনের এই দাবি নাকচ করে দেন। বাখ বলেন, ‘আইওসির অবস্থান খুব পরিষ্কার। আমাদের দুটি জাতীয় অলিম্পিক কমিটি আছে। বিশ্বরাজনীতির সঙ্গে এটাই পার্থক্য এবং এ বিষয়ে তারা শান্তিপূর্ণভাবে সহ-অবস্থান করছে।’
ফিলিস্তিন অলিম্পিক কমিটি এর আগে ইসরাইলকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আইওসিকে চিঠি পাঠিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ৯ মাসের যুদ্ধে অন্তত ৩৯০৯০ জন নিহত হয়েছেন।