ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

জাতিসংঘ মানবাধিকার প্রধানের বিবৃতি

নিরাপত্তা বাহিনীর প্রতিটি পদক্ষেপের আন্তর্জাতিক আইন অনুসরণের তাগিদ

মানবজমিন ডেস্ক
২২ জুলাই ২০২৪, সোমবার

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রতিটি পদক্ষেপে আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে অনুসরণের তাগিদ দিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, শক্তি ব্যবহারে অবশ্যই তাদের আন্তর্জাতিক মানবাধিকার আইনকে অনুসরণ করতে হবে। পুলিশ, আধা-সামরিক বাহিনী বিজিবি এবং র‌্যাব মোতায়েনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে ভলকার তুর্ক বলেন, বিজিবি ও র‌্যাব মোতায়েনে আমি খুবই উদ্বিগ্ন। এই র‌্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ রেকর্ড রয়েছে। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, এ সপ্তাহের সহিংসতায় কয়েক ডজন মানুষের মৃত্যু ও শত শত আহত হয়েছে। এ ঘটনায় আমরা উদ্বিগ্ন। মানবাধিকার প্রধান বলেন, প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর হামলা খুবই হতাশাজনক এবং এটি একেবারেই অগ্রহণযোগ্য। এই হামলার দ্রুত, পক্ষপাতহীন এবং পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। দায়ীদের অবশ্যই জবাবদিহিতায় আনতে হবে। আমরা সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানাই। এই কঠিন সময়ে ইন্টারনেট বন্ধ রাখা উদ্বেগের। এটা মত প্রকাশের স্বাধীনতাকে করুণভাবে বিঘ্নিত করছে। বিশেষ করে অবাধ তথ্যপ্রবাহের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে। বাংলাদেশের চলমান চ্যালেঞ্জগুলোর সমাধান খুঁজে বের করতে তরুণ জনগোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক নেতৃত্বকে মিলেমিশে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিকে গুরুত্ব দিতে হবে। আর এ জন্য উত্তম এবং একমাত্র পন্থা হলো আলোচনা।    

 

 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

Hamdard

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status