ঢাকা, ২০ জুলাই ২০২৫, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

কারফিউ শিথিল

রাজধানীর সড়কে যানজট

স্টাফ রিপোর্টার

(১১ মাস আগে) ২৪ জুলাই ২০২৪, বুধবার, ২:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিসংতা ও সংঘাতের পর চলমান কারফিউ শিথিল করেছে সরকার। কারফিউ শিথিলে রাজধানীর সড়কে যানবাহন বেড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। 
মানবজমিনের প্রতিবেদক জানান, সকাল ১০টা থেকেই রাজধানীর সাইনবোর্ড, গুলিস্তান, সচিবালয় শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন রাস্তায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ বহাল রয়েছে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার। তবে কারফিউ ১০টা থেকে ৫টা পর্যন্ত শিথিল থাকবে। সকাল থেকে কারফিউ শিথিল থাকায় অফিস-আদালত, ব্যাংক খুলেছে, সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে। অফিস চলবে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। 
এদিকে সড়কে এখনো পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর টহল ও চেকপোস্ট রয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সারাদেশে বিক্ষোভ ও সংঘর্ষে ১৯৭ জন নিহত হয়েছেন। এসময় দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর গত শুক্রবার রাত ১২ টা থেকে সারাদেশে কারফিউ জারি করা হয়। একইদিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনী নামানো হয়।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status