অনলাইন
জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদের যৌথ বিবৃতি
যৌক্তিক কোটা সংস্কার ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ান
অনলাইন ডেস্ক
(৪ মাস আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৬:১৪ অপরাহ্ন
কোটা সংস্কার আন্দোলনে মেধাবী শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের বর্বরোচিত হামলায় ছয় ছাত্র ও এক শ্রমিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ সহ ২১ শ্রমিক সংগঠন।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, এসএসপির প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এএম ফয়েজ হোসেন সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেন যে, নিহত মেধাবী ছাত্রদের সঙ্গে চট্টগ্রামে ফার্নিচার শ্রমিক ফারুককে হত্যার মধ্য দিয়ে চলমান আন্দোলন ঘি ঢেলে দিযঠেছে শাসকগোষ্ঠী।
মেধাবী ছাত্রছাত্রীরা চাকরি ক্ষেত্রে বৈষম্য দূর করার দাবি জানিযয়ে কোটা সংস্কারের আন্দোলন করে আসছিল। সরকার প্রধান থেকে শুর করে শাসক দল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেধাবী ছাত্রদের আন্দোলনকে কটাক্ষ ও তুচ্ছতাচ্ছিল্য করে মেধাবী ছাত্রদের রাজাকারের বাচ্চা ও নাতিপুতি আখ্যা দিযয়ে তাদেরকে অপমান ও অপদস্ত করা হয়েছে।
মেধাবী শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার ন্যূনতম সম্মান না দিয়ে তাদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগকে নির্দেশ দিয়েছে। ছাত্রলীগের পৈশাচিক নির্যাতনে মা বোন সহ আহত হয়েছেন কয়েকশত ছাত্রছাত্রী। সারাদেশের বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব সভ্য দুনিয়ার সকল বর্বরতাকেই হার মানিয়েছে।
আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই, কোটার যৌক্তিক ফয়সালা করতে হবে। দুই ছাত্র ও শ্রমিক হত্যার দৃষ্টা মূলক বিচার করতে হবে। নেতৃবৃন্দ শপথ করে বলেন, সেই সঙ্গে অবৈধ স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পুরণ করে প্রতিটি হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ও উস্কানিদাতা এবং নির্দেশ দাতাদের সর্বোচ্চ বিচারের মুখোমুখি করা হবে।