ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব ১৪৪৬ হিঃ

খেলা

জ ন স মু দ্রে ব র ণ

এমবাপ্পে বললেন ‘আমি সুখী, আমি সত্যিই সুখী’

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৪, বুধবারmzamin

বার্নাব্যুতের গ্যালারিতে যেন তিল ধারণের ঠাঁই নেই। না, কোনো বড় ম্যাচ নয়, এই জনসমুদ্র কিলিয়ান এমবাপ্পেকে বরণ করে নেয়ার জন্য। গতকাল বর্ণিল আয়োজনে এমবাপ্পেকে সমর্থকদের সঙ্গে পরিচয় করে দিয়েছে রিয়াল। সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজে আনুষ্ঠানিকভাবে ‘৯’ নম্বর জার্সিটি তুলে দেন এমবাপ্পেকে। রিয়াল কিংবদন্তি জিনেদিন জিদানও জড়িয়ে ধরেন স্বদেশি তারকাকে। এমন স্বাগতমে আপ্লুত হন এমবাপ্পেও।
এমবাপ্পেকে বরণ উপলক্ষে বার্নাব্যুকে সাজানো হয় বর্ণিল রূপে। লকার রুম থেকে স্টেজ, সব জায়গায় বিশেষ সাজ। বিশেষ ক্যাটওয়াক বানানো হয়, যার দুই পাশে ছিল আতশবাজির ব্যবস্থা। গতকাল স্পেনের স্থানীয় সময় দুপুর ১২টা আর বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হয় এমবাপ্পের প্রেজেন্টেশন। রাজসিক আয়োজনে সেরা তারকাকে বরণ করতে সমর্থকদের জন্য টিকিট রাখা হয় বিনামূল্যে। উপস্থিত ছিলেন অন্তত ৮৫ হাজার সমর্থক। এর আগে ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদোকে বরণ করতে সেবার উপস্থিত হন ৮০ হাজার সমর্থক। এবার সে রেকর্ডকে ভেঙে দিলো এমবাপ্পের প্রেজেন্টেশন।
৯ নম্বর জার্সি পরে ধীরপায়ে বার্নাব্যুতে প্রবেশ করেন এমবাপ্পে। তখন আতশবাজির রঙিন আলোয় আলোকিত হয় চারপাশ। ব্যাকগ্রাউন্ডে বাজছিল রিয়ালকে নিয়ে বিখ্যাত গান ‘হালা মাদ্রিদ ইনাদা মাস’। 
মাঠে ঢুকে হাত নেড়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন এমবাপ্পে। এরপর বল নিয়ে ফুটবলীয় কারিকুরি দেখিয়ে মুগ্ধ করেন সমর্থকদের। নিয়ম মেনে আগের ধারাবাহিকতায় বল ছুড়ে মারেন দর্শকদের উদ্দেশ্যে। এভাবে চলে বেশকিছুটা সময়। পুরো অনুষ্ঠান সরাসরি দেখানো হয় রিয়ালের ফেসবুক পেজে।
গত কয়েক বছর ধরেই এমবাপ্পের রিয়ালে যোগ দেয়া না দেয়া নিয়ে নাটক চলেছে। গত মৌসুমে তো শুধু চুক্তি স্বাক্ষরই বাকি ছিল। একপর্যায়ে ফ্রান্সের প্রেসিডেন্টের অনুরোধে পিএসজিতে থেকে যান এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত স্বপ্ন সত্যি হলো ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ীর। 
বক্তব্য দিয়ে গিয়ে রিয়ালের নতুন নম্বর নাইন বলেন, ‘আমি আমার মায়ের চোখে জল দেখতে পাচ্ছি। এই দিনটা আমার জন্য অবিস্মরণীয়। ফ্লোরেনতিনো পেরেজকে আমি ধন্যবাদ জানাতে চাই। রিয়াল মাদ্রিদ পৃথিবীর সবচেয়ে বড় ক্লাব। আমি জিততে চাই। আমি এই ক্লাবের গৌরবময় ইতিহাসের অংশ হতে চাই। হালা মাদ্রিদ। আমি সুখী, আমি সত্যিই সুখী। এখানে আসতে পেরে অবাস্তব মনে হচ্ছে। আমি বহু বছর রিয়াল মাদ্রিদের স্বপ্ন দেখেছি। আর আজ সেই স্বপ্ন এখন সত্যি।’
তবে রিয়ালের জার্সিতে মাঠে নামতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এমবাপ্পেকে। আগামী ১লা আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে রিয়ালের জার্সিতে মাঠে নামতে পারেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই মহাতারকা। 
২০১৭ সালে মোনাকো ছেড়ে কাতারি মালিকানাধীন পিএসজিতে যোগ দেয়ার পর ক্লাবটির হয়ে রেকর্ড ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। মাত্র ১৮ বছর বয়সী এমবাপ্পেকে ১৮ কোটি ইউরোয় কিনেছিল পিএসজি। পিএসজি’র হয়ে ৬ বার লিগ ওয়ান শিরোপা জিতেছেন এমবাপ্পে। একবার চ্যাম্পিয়নস লীগ ফাইনাল খেললেও জিততে পারেননি তিনি। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপও জেতেন এমবাপ্পে। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status