বাংলারজমিন
দিরাইয়ে ২ ডাকাতসহ ৬ চোর গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবারসুনামগঞ্জের দিরাই থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ মামলার আসামি কুখ্যাত দুই ডাকাত সহ ৬ মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল (১৫ জুলাই) পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ১৩ মামলার আসামি ডাকাত সুজন আহমদ সেবুল সিলেট জেলার বিশ্বনাথ থানার বৈরাগীগাঁও গ্রামের হাছন খানের ছেলে। অপর ডাকাত ১০ মামলার আসামি রহিবুর ওরপে রহিবুল দিরাই পৌরসভার ভরারগাঁও গ্রামের মৃত ওয়াকিব উল্ল্যার ছেলে। সেবুলের নামে ১০টি ডাকাতি, ১টি অস্ত্র, ১টি দস্যুতা, ১টি চুরি মামলা সহ মোট ১৩টি মামলা রয়েছে এবং রহিবুলের নামে ১টি ডাকাতি, ৭টি চুরি, ১টি জুয়া সহ মোট ১০টি মামলা রয়েছে। অপর দিকে মোটরসাইকেল চোররা হলো, দিরাই পৌরসভার জনি পাল (২২), স্বপন মিয়া (২৩), রনি বিশ্বাস (২৫), প্রকাশ বিশ্বাস (২২)।
এসব চোরদের কাছ থেকে একটি পালসার মোটরসাইকেল সহ ২টি রেঞ্চ, ১টি তালা ভাঙ্গার যন্ত্র, ১টি হেমার উদ্ধার করে পুলিশ। সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস (ক্রাইম আ্যান্ড অপস্) বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।