অনলাইন
হাসপাতালে ঢুকে দু’দফা পেটাল ছাত্রলীগ
অনলাইন ডেস্ক
(৬ মাস আগে) ১৫ জুলাই ২০২৪, সোমবার, ৯:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৯ অপরাহ্ন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢুকে কোটার সংস্থার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পিটিয়েছে ছাত্রলীগ। লাঠিসোঁটা নিয়ে ২০-২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়ে। অধিকাংশ আক্রমণকারীদের মাথায় ছিল হেলমেট। চিকিৎসাধীন আহতদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় ১০ মিনিট মারধরের পর ছাত্রলীগ নেতাকর্মীরা হাসপাতাল থেকে বের হয়। এরপর হাসপাতাল ভবনের দরজা বন্ধ করে দেন হাসপাতালের কর্মীরা। পরে আবারও ছাত্রলীগ হামলা শুরু করে। এরপর ৭টা ৪০ মিনিটে ছাত্রলীগের নেতাকর্মীরা মেডিকেলের জরুরি বিভাগ থেকে বের হয়।
So sad
এইসব প্রকাশ্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই
দেশে ছাত্রলীগ বেশী ! নাকি সাধারণ শিক্ষার্থী বেশী? ওদের কালো হাত ভেঙ্গে দেয়ার এখনি সময়।
এদের লাগাম ধরার কেউ কি আছেন?
এইসব প্রকাশ্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই
ছাত্রলীগ ছাত্র নামের কলঙ্ক। এটাও ঠিক যে কোন সুস্থ ছাত্র এবং সুস্থ মানুষ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ করতে পারে না।
ছাত্র নামধারী এইসব টোকাই সন্ত্রাসীদের প্রতিহত করতে না পারলে দেশের মুক্তি মিলবে না।