বিনোদন
ভিন্নধর্মী গানে কোনাল
স্টাফ রিপোর্টার
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার
নিজের ক্যারিয়ারে অনেক ধরনের গানেই পাওয়া গেছে জনপ্রিয় সংগীতশিল্পী সোমনূর মনির কোনালকে। এবার বেশ ভিন্নধর্মী একটি গান নিয়ে হাজির হলেন তিনি। ‘আলো কি আটকানো’ শিরোনামের এ গানটি কথা ও সুরের দিক থেকে যেমন আলাদা, তেমনি ভিন্নধর্মী গায়কির দিক থেকেও। এ ধরনের গানে কোনালকেও খুব একটা পাওয়া যায়নি। আলো কি আটকানো জানালার কারণে/বন্ধ বাড়িটার দরজার মনে/খুলতে ভয় পাই/কি জানি কি যে হয়/সবারই সংশয়/কি জানি কি যে হয়- এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। সম্প্রতি গানটি গানশালার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। গানটি থেকে বেশ প্রশংসা পাচ্ছেন কোনাল। এ শিল্পী বলেন, ভালো কথা ও সুরের গানের প্রতি সব সময় আলাদা একটা ভালোবাসা থাকে। এ ধরনের গান গাইতেও খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। গানটির কথা ও সুরের স্টাইল খুব আলাদা। নির্ঝর ভাই অত্যন্ত মেধাবী মানুষ। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চমৎকার। গানটি আমার নিজেরও বেশ পছন্দের। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে। এদিকে কোনাল বর্তমানে ব্যস্ত রয়েছেন প্লে-ব্যাক, অডিও গান ও স্টেজ শো নিয়ে। সবশেষ ‘রাজকুমার’ ছবিতে তার গাওয়া টাইটেল গানটি শ্রোতাপ্রিয়তা পায়। এর আগে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির টাইটেল গানটি গেয়ে দারুণ সফলতা পান কোনাল। গানটি গত বছরের অন্যতম সেরা গানে পরিণত হয়।