ঢাকা, ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ মহরম ১৪৪৭ হিঃ

শেষের পাতা

এবার রেলওয়ের পোষ্য কোটা নিয়ে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার
১৫ জুলাই ২০২৪, সোমবার

বাংলাদেশ রেলওয়ের চাকরিতে ১৪তম গ্রেড থেকে ২০তম গ্রেডে ৪০ ভাগ পোষ্য কোটার বিধান সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলে রেলওয়ের সচিব ও আইন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে আইনজীবী মো. রোকনুজ্জামান নিজেই শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। পরে আইনজীবী মো. রোকনুজ্জামান বলেন, সংবিধানের ১৯ অনুচ্ছেদে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে বলা হয়েছে। আর ২৯ অনুচ্ছেদে বলা আছে, নাগরিকদের মধ্যে অনগ্রসর অংশকে প্রজাতন্ত্রের কাজে উপযুক্ত প্রতিনিধিত্ব করার জন্য তাদের অনুকূলে বিশেষ বিধান-প্রণয়নের কথা।

রেলওয়েতে যারা কাজ করছেন বা করেছেন, তারা কী অনগ্রসর অংশ? তাহলে তাদের পোষ্যদের জন্য কেন ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করা হবে? এটি সংবিধানের ১৯ এবং ২৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। শুনানির পর আদালত বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
২০২০ সালের ২২শে নভেম্বর বাংলাদেশ রেলওয়ের ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালার প্রজ্ঞাপন জারি করে সরকার। এ বিধিমালার নিয়োগ পদ্ধতি সংক্রান্ত ৩ (৩) উপবিধিতে বলা হয়েছে, ‘উপ-বিধি (১) ও (২) এ যা কিছু থাকুক না কেন সরাসরি নিয়োগযোগ্য ১৪তম গ্রেড  থেকে ২০তম গ্রেডের মোট শূন্য পদের শতকরা ৪০ ভাগ পদ যোগ্যতাসম্পন্ন পোষ্যদের জন্য সংরক্ষিত থাকিবে।’ এই বিধানটি চ্যালেঞ্জ করেই রিট করেন আইনজীবী মো. রোকনুজ্জামান।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status