বিনোদন
ফেসবুক থেকে নেয়া
দূরদেশে কাকে মিস করছেন ফারিয়া
স্টাফ রিপোর্টার
১৫ জুলাই ২০২৪, সোমবার
হাল সময়ের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দেশের পাশাপাশি কলকাতার ছবিতেও অভিনয় করেছেন তিনি। এদিকে বর্তমানে তিনি রয়েছেন কানাডাতে। ১৩ই জুলাই আলবাট্রার কেলগরির একটি শোতে অংশ নেন তিনি। তার সঙ্গে এই সফরে রয়েছেন চিত্রনায়ক জায়েদ খানও। ফারিয়া অনুষ্ঠানের পাশাপাশি সেখানকার সুন্দর স্থানগুলোতে ঘুরছেনও। উঠেছেন সেখানকার মেট্রোরেলেও। তবে নিজের কয়েকটি ছবি দিয়ে তিনি জানিয়েছেন, নিজের জীবনের চেয়েও বেশি মিস করছেন ফারিয়া। পোস্টে তিনি লিখেন, আমি তোমাকে মিস করি নিজের জীবনের থেকেও বেশি। তবে দূরদেশে বসে কাকে মিস করছেন সেটা রহস্যই রেখেছেন তিনি। বরঞ্চ তার এমন পোস্টের মন্তব্য ঘরে অনেকেই বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন।