বিনোদন
২৮ বছরে এটিএন বাংলা
স্টাফ রিপোর্টার
১৫ জুলাই ২০২৪, সোমবারপথচলার ২৭ বছর পূর্ণ করে আজ ২৮ বছরে পদার্পণ করছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ‘অবিরাম বাংলার মুখ’ স্লোগানকে বুকে ধারণ করে ১৫ই জুলাই ১৯৯৭ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। ওইদিন বিশ্বব্যাপী প্রথম বাংলা ভাষা’র সম্প্রচার ঘটে জনপ্রিয় এই বাংলাদেশি চ্যানেলটির মাধ্যমে। নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান প্রচারে এটিএন বাংলা এখন পর্যন্ত নিজের স্থান ধরে রেখেছে। বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ, সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয়ে বরাবরই প্রাধান্য দিয়েছে। অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের খেলাধুলাকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিতেও এটিএন বাংলা বদ্ধপরিকর। দীর্ঘ পথপরিক্রমায় এটিএন বাংলার অর্জন অনেক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০০৪ সালের ২২শে নভেম্বর ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য ছোট পর্দার অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জন। এ ছাড়াও অসংখ্য সম্মাননা রয়েছে চ্যানেলটির প্রাপ্তির তালিকায়।