ঢাকা, ১৬ জুন ২০২৫, সোমবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

গাঁজা কুড়াতে উপচেপড়া ভিড়!

নাটোর প্রতিনিধি

(১১ মাস আগে) ১৩ জুলাই ২০২৪, শনিবার, ৮:৫৯ অপরাহ্ন

mzamin

মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে অর্ধশতাধিক মানুষ। বিষয়টি আজব মনে হলেও এমন ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গায়। শনিবার (১৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাধনগরে এমন দৃশ্য দেখা যায়। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মাধনগর রেলস্টেশনের দক্ষিনে ২৫৩ নং পিলারের কাছে কয়েক কেজি গাঁজা দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি ছড়িয়ে পড়লে শতাধিক মানুষ সেখানে ভিড় জমায় এবং সেগুলো কুড়িয়ে নিয়ে যায়।

মাধনগর এলাকার বাসিন্দা রাকিব হোসেন বলেন, ধারনা করছি  রাতের কোন এক সময় এই গাঁজাগুলো ট্রেন থেকে নিচে ফেলা দেওয়া হয়েছে। এখানে একটি গাঁজার ব্যাগ ছিল আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পরে ছিলো প্রচুর গাঁজা। অনেকে আসছে এবং এগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছে।

মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন জানান, সকালে রেল স্টেশনের দক্ষিণে ঠিক মাছের আড়তের কাছে প্রচুর লোক দেখা যায়। পরে জানা যায়, সেখানে জনগন মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে তারা তদন্ত করে দেখছে।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি, সম্ভবত রাতে ট্রেন থেকে মাদকদ্রব্য গুলো ফেলে দেওয়া হয়। সকালে স্থানীয়রা সেখানে গিয়ে ওগুলো কুড়ায়। বিষয়টি রেলওয়ে পুলিশের লোকজন দেখছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status