ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

রোমাঞ্চ নিয়ে অস্ট্রেলিয়া গেল এইচপি দল

স্পোর্টস রিপোর্টার
১৪ জুলাই ২০২৪, রবিবার
mzamin

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লীগের ‘প্রস্তুতি’ টুর্নামেন্টে খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল (এইচপি)। দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন, লম্বা সময় পর অস্ট্রেলিয়াতে সফরের সুযোগ পেয়ে রোমাঞ্চিত দেশের ক্রিকেটাররা। চার দিনের ম্যাচের জন্য গড়া দলের অধিনায়ক মাহমুদুল হাসান জয় জানিয়েছেন সিরিজ জেতার কথা। মেলবোর্ন রেনেগেডস, অ্যাডিলেড স্ট্রাইকার্স, পার্থ স্কোর্চারর্স ও তাসমানিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবে এইচপি দল। মোট নয়টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। মূলত বিগব্যাশের আগে প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবেই এটিকে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে পাকিস্তান শাহিনস দলকেও। এদিকে বাংলাদেশ জাতীয় দল সর্বপ্রথম অস্ট্রেলিয়া সফরে যায় ২০০৩ সালে। এরপর ২০০৮ সালেও অস্ট্রেলিয়ায় যায় বাংলাদেশ। এরপর জাতীয় দল বা যেকোনো পর্যায়ের ক্রিকেটে এটাই প্রথম অস্ট্রেলিয়া সফর হতে যাচ্ছে। হান্নান সরকার বলেন, ‘অস্ট্রেলিয়া নামটা শুনলেই আমরা বুঝি চ্যাম্পিয়ন। ওরা চ্যাম্পিয়ন দল- এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না। তো সেই ধরনের জায়গা থেকে এই দলের বিপক্ষে খেলা বা এই দলের খেলোয়াড়দের বিপক্ষে খেলা, পাশাপাশি তাদের কন্ডিশনে খেলা, এসব দিক থেকে এটা দারুণ এক অভিজ্ঞতার ব্যাপার যা আমাদের ক্রিকেটাররা নিতে যাচ্ছে। এটা লম্বা সময় অপেক্ষার পর। 

২০০৮ সালে আমাদের বাংলাদেশ দল শেষবার গিয়েছিল। তারপর লম্বা সময় অপেক্ষা করার পর যেকোনো স্টেজেরই হোক না কেন, আমাদের দল সেখানে যাচ্ছে। সেই জায়গা থেকে এটা তাদের জন্য নতুন অভিজ্ঞতা। আমি আশা করছি যে, এই অভিজ্ঞতা তাদের খুব ভালো কাজে লাগবে।’ চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল হাসান জয়। দেশ ছাড়ার আগে অধিনায়ক জানিয়েছেন, বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সিরিজ এটি। বিসিবির পাঠানো ভিডিওতে জয় বলেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য খুব বড় সুযোগ, আমরা অস্ট্রেলিয়ায় যাচ্ছি। কারণ আমরা এখানে যে গ্রুপটা আছি, কারোরই (এর আগে) অস্ট্রেলিয়া সফর করা হয়নি। এটাই প্রথম সফর আমাদের। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সফর। ২০২৭ সালে একটা টেস্ট সিরিজ আছে, সেটার জন্যও ভালো একটা প্রস্তুতি হবে।’ প্রথমে অস্ট্রেলিয়া সফর শুরু হবে, পাকিস্তান শাহিনসের বিপক্ষে চারদিনের ম্যাচ দিয়ে। এরপর ওয়ানডে, টি-টোয়েন্টিও খেলবে এইচপি দল। চারদিনের ম্যাচগুলোতে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন নতুন এই অধিনায়ক। জয় বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য অধিনায়ক হিসেবে দলে যে কম্বিনেশন আছে, লক্ষ্য সিরিজ জেতা।

 আমরা ছোট থেকে একসঙ্গে আছি। আমাদের অনূর্ধ্ব-১৯ এর কয়েকজন আছে। কয়েকজন আছে জাতীয় দলের। ওই হিসেব করলে আমাদের কম্বিনেশনটা খুব ভালো হবে। আমরা খুব উপভোগ করে ক্রিকেট খেলতে পারব।’ এই সফরে পাকিস্তান শাহিনস বিপক্ষে ২টি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর প্রথম ম্যাচটি শুরু হবে ১৯শে জুলাই থেকে। আর দ্বিতীয় চারদিনের ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে ২৬শে জুলাই থেকে। এরপর নর্দান টেরিটরির বিপক্ষে একটি ও পাকিস্তান শাহিনসের বিপক্ষে আরও একটি ৫০ ওভারের ম্যাচ খেলবে এইচপি দল। ৯ই আগস্ট শুরু হওয়া এই আসরে ১১শে আগস্ট মেলবোর্নের বিপক্ষে মাঠে নামবে এইচপি দল। ১২ই আগস্ট দলটির প্রতিপক্ষ তাসমানিয়া। ১৪ আগস্ট এইচপি দল খেলবে অ্যাডিলেডের বিপক্ষে। ১৫ই আগস্ট এইচপির প্রতিপক্ষ এসিটি কমেটস। তারপর ১৬ই আগস্ট পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলতে দেখা যাবে এইচপি দলকে। ১৭ই আগস্ট দলটির প্রতিপক্ষ পার্থ। এই টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ই আগস্ট। চারদিনের দলে সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়ের মতো ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন। ওয়ানডে দলে আছেন তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব ও শামীম হোসেন পাটোয়ারির মতো ক্রিকেটাররা। ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন আফিফ হোসেন। আর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব দেয়া হয়েছে আকবর আলীকে।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status