ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

সেরা একাদশে নেই মেসি

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৪, রবিবার

ফাইনালের আগে কোপা আমেরিকার সেরা একাদশ প্রকাশ করেছে  যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন। সেরা একাদশে  নেই লিওনেল মেসি ও সর্বোচ্চ গোলদাতা লাওতারো মার্টিনেজের নাম। দলে নেই ব্রাজিলের কেউ। তবে যুক্তরাষ্ট্রের আরেক সংবাদমাধ্যম ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি এনবিসির সেরার তালিকায় আছেন এই দুই আর্জেন্টাইন। তবে ৯ বারের কোপা জয়ী ব্রাজিলের কেউ নেই দু্‌ই তালিকার কোনোটিতেই।  ইএসপিএন তাদের তালিকার প্রথমেই রেখেছে টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখানো আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে। অবশ্য এনবিসি তাকে সেরার তালিকায় রাখেনি, গোলকিপার হিসেবে তারা রেখেছে অবিশ্বাস্য পারফর্ম করে সেমিফাইনাল পর্যন্ত আসা কানাডার গোলকিপার ম্যাক্সিম ক্রেপোকে। ডিফেন্ডার হিসেবে ইএসপিএনের পছন্দ কলম্বিয়ার দানিয়েল মুনোজ, ইকুয়েডরের উইলিয়ান পাচো, ভেনেজুয়েলার জন আরামবুরো ও আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো। এনবিসিও রোমেরোকে রেখেছে তাদের সেরার তালিকায়। এছাড়া কলম্বিয়ার কার্লোস কুয়েস্তা ও তার সতীর্থ ডেভিনসন সানচেজকে তারা রেখেছে সেরা ডিফেন্ডার হিসেবে। মিডফিল্ডে আর্জেন্টিনার কাউকেই মনে ধরেনি ইএসপিএনের। এখানে তারা রেখেছে ইকুয়েডরের মইজেস কেইসেডো, কলম্বিয়ার হামেস রদ্রিগেজ ও উরুগুয়ের ম্যানুয়েল উগার্তেকে। মিডফিল্ডে এনবিসি রেখেছে ৫ জনকে। এরমধ্যে আছেন উরুগুয়ের ২ জন, উগার্তের পাশাপাশি তারা রেখেছে ফেদেরিকো ভালভার্দেকেও। এছাড়া ভেনেজুয়েলার হোসে আন্দ্রেজ মার্টিনেজ, আর্জেন্টিনার অ্যালেক্স ম্যাকঅ্যালিস্টার ও কলম্বিয়ান রদ্রিগেজও আছেন তাদের তালিকায়। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, ইএসপিএনের তালিকায় ফাইনালে যাওয়া আর্জেন্টিনার কেউ নেই আক্রমণভাগে । নেই আর্জেন্টিনার লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ অথবা ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রের নাম। আক্রমণভাগে ইএসপিএন বেছে নিয়েছে ভেনেজুয়েলার সালোমন রন্ডন, কানাডার জ্যাকব শ্যাফলবার্গ ও কলম্বিয়ার লুইস দিয়াজকে। আর লিওনেল মেসি ও টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা লাওতারো মার্টিনেজ এনবিসির সেরা একাদশে জায়গা পেয়েছেন।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status