ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

পুলিশের ওপর হামলা

খুলনায় কৃষক লীগ কেন্দ্রীয় নেত্রী হালিমাসহ গ্রেপ্তার ১৫

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৩ জুলাই ২০২৪, শনিবারmzamin

ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নেয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমানসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মধ্যরাতে খুলনা মহানগরীর  মুজগুন্নি বাস্তুহারা এলাকায় হালিমার বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদেরকে খুলনার খালিশপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। 
কেএমপি’র খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আটককৃতদের  বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং চিহ্নিত সন্ত্রাসী আসামিদের ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। খালিশপুর থানার বাস্তুহারা এলাকায় একটি মারামারি হয়। এ ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামিদের ধরতে হালিমার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে লিফটের সুইস বন্ধ করে দেয়া হয়। এ ছাড়া আসামিদের ধরতে বাধা দেয়া হয়। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে একাধিক পুলিশ ফোর্স দিয়ে বাসা থেকে হালিমাসহ ১৫ জনকে আটক করে। 
ওসি বলেন, দীর্ঘ সময় আমরা লিফটের ভেতর আটকা ছিলাম। লিফট  থেকে বেরোনোর পর হালিমার নেতৃত্বে দলবল আমাদের কাজে বাধা দেয়। এমনকি পুলিশ সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারা আসামি ছিনিয়ে নিয়ে আমাদেরকে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালে তারা এসে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং হালিমাসহ ১৫ জনকে আটক করা হয়। এ সময় ৯ জন পুলিশ সদস্য আহত হয়। আটককৃত ১৫ জনের মধ্যে ২ জন ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি রয়েছে। তারা হচ্ছে- ইয়াছিন ও মিনার। পুলিশের কাজে বাধা দেয়া ও হামলা চালিয়ে আহত করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা করা হয়েছে। আহত ৪ জন পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার ছবি গ্রুপে পোস্ট/ শিক্ষককে ২০ হাজার টাকা জরিমানা

উপদেষ্টা মাহফুজকে ক্ষমা চাওয়ার দাবি/ সিলেটে ‘তাওহিদী জনতাবন্ধন’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status