খেলা
শাস্তি পাচ্ছেন আফ্রিদি, বাদ পড়তে পারেন বাংলাদেশের সঙ্গে সিরিজে
স্পোর্টস ডেস্ক
(৭ মাস আগে) ১২ জুলাই ২০২৪, শুক্রবার, ২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৫ অপরাহ্ন

বিশ্বকাপে শোচনীয় অবস্থার মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান দলের ‘মেজর অপারেশন’ শুরু হচ্ছে। বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজে বাদ পড়তে পারেন দলটির পেসার শাহিন আফ্রিদি। দেশটির সংবাদমাধ্য দ্য এক্সপ্রেস ট্রিবিউন একটি প্রতিবেদনে বলে, ‘উদীয়মান খেলোয়াড়দের সুযোগ করে দিতে’ এই সিরিজে বাদ দেওয়া হতে পারে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারও।
বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ড সফরে দলের শৃঙ্খলা ভঙ্গ করেন শাহিন আফ্রিদি। এই দায়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি। পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন শান মাসুদ। যদিও এখনও ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য অধিনায়ক চূড়ান্ত করতে পারেনি পিসিবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড ট্যুরে যায় পাকিস্তান। হেডিংলিতে অনুশীলনের সময় বেশ কয়টি নো বল করেন পেসার শাহিন শাহ আফ্রিদি। যা নিয়ে তাকে সতর্ক করতে গেলে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে বিবাদে জড়ান এই পেসার। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যদিও পরে গোটা দলের সামনে ইউসুফের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি নিষ্পত্তি করেন শাহিন।
শৃঙ্খলা ভঙ্গের এমন ঘটনার পর কেন আফ্রিদির বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়নি, তা নিয়ে তদন্ত শুরু করে পিসিবি। আর বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্টে দল নিয়ে কোচ গ্যারি কারস্টেনের বিস্ফোরক অভিযোগে বিষয়টি হয়েছে আরও গুরুতর। শুধু আফ্রিদি নয়, পাকিস্তান দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে হাটে হাড়ি ভেঙেছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।