অনলাইন
সংকর শরীর
গাজী মিজান
(১ বছর আগে) ১২ জুলাই ২০২৪, শুক্রবার, ২:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৬ পূর্বাহ্ন

আমার বাম হাত ডান হাতকে চেনে না
বৃদ্ধাঙ্গুল তর্জনী চেনে না
ডান চোখ বাম চোখকে না
হাঁটতে গেলে দুই পায়ে ঠোকাঠুকি করে
একটা নাসারন্ধ্র বলে, অক্সিজেন চাই
আরেকটা বলে, ফুঁটো বন্ধ করে রাখি
হাঁ করলে দাঁতগুলো ভয়ানক বিটলামি করে
সাদা আর হলুদের বিসদৃশ তর্কাতর্কি চলে
আঞ্চলিক যুদ্ধের পাঁয়তারা নামে।
বুকের ভেতরে যে হৃৎপিণ্ড, সে এক কলুর বলদ
ষোড়শ উপাচারে মুহূর্মুহূ রক্ত দেয় ধমণী উজিয়ে
তবু মগজের কোরিডোরে অজাত-বেজাত এসে কানভারি করে
পরজীবী গোঁফদাড়ি, শরীরের লোম
নিখুঁত বিন্যাস ক’রে আঁচড়ানো চুল –
সামান্য বাতাস পেলে ওরা বে-আব্রু নাচন নাচে।
হাতকে নিষেধ করি নিশপিশ করো না
পা-কে বলি, চোরাবালির ধারেকাছে যেও না ।
তবু ওরা বক ধার্মিক ভিজে বিড়ালের মত চরে
আর সুযোগ পেলেই দাঁও মেরে বসে ।
আজ আমি অঙ্গোপাঙ্গ সকলকে বললাম, তোরা কি সংকর জাতি?
কোল, ভিল, মুণ্ডা, সাঁওতাল,অস্ট্রিক, ভোটচেনিয়
নেগ্রিটো, দ্রাবিড়,মঙ্গলীয়, ককেশীয় মানবপ্রকৃতি?
কারো সাথে কারো মিল নেই
একক উদ্দেশ্য নেই , একক আকাঙ্ক্ষা নেই
আদর্শ এবং তমদ্দুনে মিল নেই কোনো
খাও দাও ঘুমাও যে যার মতন, আর
জেগে উঠে কুৎসা গাও, নয় খোঁজো অরূপ রতন।
তোদের মানুষ করে আমি বড় বেশি ভুল কি করেই ফেলেছি ?
সংকর শরীর আমার মিলেমিশে খুদকুঁড়ো খা নিজস্ব বাগানে !
পাঠকের মতামত
right