বিশ্বজমিন
অবশেষে ট্রাম্পের প্রতি নত হলেন নিকি হ্যালি
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ পূর্বাহ্ন

প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় নমিনেশন পাওয়ার প্রাইমারি নির্বাচনী প্রচারণাকালে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার মিত্রদের পক্ষ থেকে তীব্র সমালোচনা এবং কটাক্ষের শিকার হয়েছিলেন নিকি হ্যালি। তাকে যৌনতা সহ নানাভাবে তারা আক্রমণ করেন। এক পর্যায়ে তাদের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বেলাশেষে সেই নিকি হ্যালি আনুষ্ঠানিকভাবে তার অধীনে থাকা ডেলিগেটদের অবমুক্ত করে দিয়েছেন এবং তাদেরকে উৎসাহিত করেছেন সেই ডনাল্ড ট্রাম্পকে সমর্থন বা ভোট দিতে। এ খবর দিয়েছে অনলাইন এমএসএনবিসি। এতে বলা হয়, প্রাইমারি নির্বাচনের সময় ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন নিকি হ্যালি। একই অবস্থানে ছিলেন ক্রিস ক্রিস্টি, অ্যাসা হাচিনসন। কিন্তু ট্রাম্পের মুখপাত্র স্টিফেন চুং যে পূর্বাভাস দিয়েছিলেন, তাই শেষ পর্যন্ত সত্য হলো। নিকি হ্যালিকে উদ্দেশ্য করে স্টিফেন চুং বলেছিলেন- ‘শি উড কিস অ্যাস হোয়েন শি কুইটস’ এবং ট্রাম্পের প্রার্থীতায় অনুমোদন দেবেন। প্রাইমারি নির্বাচনে যেসব ডেলিগেট জয় করেছিলেন নিকি হ্যালি তাদেরকে অনুরোধ করেছেন রিপাবলিকানদের জাতীয় কনভেনশনে ট্রাম্পকে ভোট দিতে।