অর্থ-বাণিজ্য
বরখাস্তকৃত শীর্ষ কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেয়া ও প্রশাসকের পদত্যাগের দাবিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ
স্টাফ রিপোটার
(৩ মাস আগে) ৯ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৯:০০ অপরাহ্ন
সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বরখাস্তকৃত শীর্ষ পাঁচ কর্মকর্তার চাকরি ফিরিয়ে দেয়া, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সোনালী লাইফের প্রশাসকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার সকাল থেকে তারা আন্দোলন শুরু করে। এতে স্থবির হয়ে পড়েছে কোম্পানির স্বাভাবিক কার্যক্রম।
বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন-অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর মোরশেদ, উপব্যবস্থাপনা পরিচালক, আব্দুল্লাহিল কাফি, উপ ব্যবস্থাপনা পরিচালক, গোলাম মস্তফা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আজিম। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে রোববার কোম্পানির শীর্ষ পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করেন প্রশাসক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এস এম ফেরদৌস। তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ, সনদ জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
তবে তারা এ অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করে বলেন, প্রশাসক প্রতিহিংসামূলক ভাবে তাদের বিরুদ্ধে বরখাস্তের আদেশ জারি করেন।