ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

একাই লড়লেন লিটন, আফগানিস্তানকে সেমিতে তুললো বাংলাদেশ

সৌরভ কুমার দাস

(২ মাস আগে) ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ৬:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৬ অপরাহ্ন

mzamin

একপ্রান্তে লিটন লড়ছে আর অন্যপ্রান্তে একের পর এক ব্যাটার আসা-যাওয়া করছেন। শেষ পর্যন্ত আফগানিস্তানের ১১৪ রান তাড়া করতে নেমে ৮ রানে হেরেছে বাংলাদেশ। ৫৪ রানে অপরাজিত থাকেন লিটন কুমার দাস। 

আবার বৃষ্টি, খেলা বন্ধ 

সেন ভিনসেন্টে বৃষ্টিতে আবার খেলা বন্ধ হয়েছে। বৃষ্টি আইনে বাংলাদেশ পিছিয়ে আছে ৩ রানে। 

২ বলে ২ উইকেট হারিয়ে আবার বিপদে বাংলাদেশ 

টানা দুই বলে ২ উইকেট হারালো বাংলাদেশ। সেমিফাইনালের আশা শেষ, এখন ম্যাচ বাঁচানো মুশকিল হয়ে দাড়াচ্ছে টাইগারদের জন্য। 

১০ ওভারে বাংলাদেশ ৭৭/৫ 

১১৬ রান তাড়ায় ৫ উইকেট হারিয়ে ১০ ওভারে ৭৭ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য শেশ ১০ ওভারে প্রয়োজন ৩৯ রান। আর সেমিফাইনালে উঠতে এই ৩৯ রান করতে হবে ১২.১ ওভারের মধ্যে। 

এবার ফিরলেন হৃদয় 

আগের ওভারেই জীবন পেয়েছিলেন, পরের ওভারেই আউট হলেন তাওহীদ হৃদয়। সেমিফাইনাল ক্রমশ দূরে সরে যাচ্ছে বাংলাদেশের। 

ফেরার ম্যাচেও ব্যর্থ সৌম্য 

প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর ডাগআউটে বসে ছিলেন টানা ৫ ম্যাচ। এরপর আজ একাদশে ফিরলেও হাসেনি সৌম্য সরকারের ব্যাট। 

বৃষ্টিতে আবার বন্ধ খেলা 

সেন্ট ভিনসেন্টে আবার বৃষ্টি নেমেছে, তাতে বন্ধ হয়েছে খেলা। এর আগে ৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১ রান তুলেছে বাংলাদেশ। 

সাকিবের ডাক, বিপদে বাংলাদেশ 

উইকেটে এসে প্রথম বলেই আউট হলেন সাকিব আল হাসান। আর তাতে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। 

ফাঁদে পা দিয়ে উইকেট ছুড়ে দিলেন শান্ত 

এক বল আগে যে অঞ্চল দিয়ে চার মেরেছিলেন সেখানেই আউট হলেন শান্ত। ঐ চার দেখেই ওখানে ফিল্ডার রেখেছিল আফগানিস্তান, সেই ফাঁদেই পা দিলেন বাংলাদেশ অধিনায়ক।  

শুরুতেই শেষ তামিম 

ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরলেন তানজীদ হাসান তামিম। চলতি বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বার শুণ্য রানে আউট হলেন তিনি। 

শুরু হচ্ছে খেলা, কাঁটা যায়নি কোনো ওভার 

বৃষ্টিতে বন্ধ খেলা 

আফগানিস্তানের ব্যাটিং ইনিংস শেষ হওয়ার পর আর্নস ওভালে নেমেছে বৃষ্টি। যাতে এখনও খেলা শুরু হয়নি। 

বাংলাদেশের লক্ষ্য ১১৬ রান 

শেষদিকে এসে ৩ ছক্কায় দারুণ ক্যামিও খেললেন আফগানিস্তান অধিনায়ক রাশিদ খান। এতে তাদের দলীয় সংগ্রহ দাড়ালো ১১৫ রান। 

ডট ডট ডট এরপর নবীর উইকেট পেলেন তাসকিন 

দুই ওভার মিলে টানা ৯ বলে কোনো রান দেননি তাসকিন আহমেদ। এরপর ফেরালেন মোহাম্মদ নবীকে। 

রিশাদের জোড়া শিকার, দারুণ ক্যাচ সৌম্যের 

২ বলের ব্যবধানে আবারও উইকেটের দেখা পেলেন রিশাদ হোসেন। এবার তার শিকার হয়ে ফিরলে গুলাবদিন নাইব। দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ নিলেন সৌম্য সরকার। 

আবার রিশাদের শিকার, আউট গুরবাজ 

নিজের দ্বিতীয় শিকার ধরলেন রিশাদ হোসেন। ইব্রাহীম জাদরানের মতো গুরবাজও ছক্কা মারতে গিয়ে লং অফ অঞ্চলে ধড়া পড়লেন। তার আগে করেন ৫৫ বলে ৪৩ রান। 

এবার ওমরজাইকে ফেরালেন মোস্তাফিজ 

আগের বলেই নিশ্চিত রান আউট থেলে বেঁচে যান। তবে পরের বলেই আজমতউল্লাহ ওমরজাইকে ফেরালেন মোস্তাফিজুর রহমান। 

প্রথম শিকার রিশাদের, ফেরালেন ইব্রাহীমকে 

১১তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পেলো বাংলাদেশ। ইব্রাহীম জাদরানকে ফেরালেন রিশাদ হোসেন। লং অন অঞ্চলে দারুণ রানিং ক্যাচ নিয়েছেন তানজিম হাসান সাকিব। 

উইকেটের খোঁজে বাংলাদেশ  

১০ ওভার শেষ হলেও এখনও আফগানিস্তানের ওপেনিং জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। এ সময় ৫৮ রান করেছে আফগানরা। এর মধেয় অতিরিক্ত খাত থেকে এসেছে ১৩ রান। 

৬ ওভারে আফগানিস্তান ২৭/০ 

পাওয়ার প্লের ৬ ওভারে আফগানিস্তানের কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। তবে তাদের আটকে রেখেছে ২৭ রানে। 

ইব্রাহীমকে জীবন দিলেন হৃদয় 

সাকিব আল হাসানের শর্ট বল কাভারের উপর দিয়ে মারতে যান ইব্রাহীম জাদরান। কিন্তু সেটা হাতে লাগলেও তালুবন্দি করতে পারেননি তাওহীদ হৃদয়। 

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ 

টস জিতেছে আফগানিস্তান। আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রাশিদ খান। এর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও আগে ব্যাটিং করে জিতেছিল আফগানরা।

এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন সহঅধিনায়ক তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। বাদ পড়েছেন জাকের আলী ও মেহেদী হাসান।

বাংলাদেশ একাদশ- তানজিদ হাসান, সৌম্য সরকার লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

 

স্বাগত সবাইকে

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের শেষ ম্যাচে আজ সাড়ে ৬টায় মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করবে আফগানরা। আর তারা হারলে উঠবে অস্ট্রেলিয়া। সুযোগ আছে বাংলাদেশেরও। এই ম্যাচের মানবজমিন লাইভ আপডেটে আপনাদের সঙ্গে থাকছি আমি সৌরভ কুমার দাস। 

পাঠকের মতামত

টি-টোয়েন্টির বাংলাদেশের প্রত্যাকটি খেলা বিশ্লেষণ করলে সহজে বুঝা যায় ব্যাটসম্যান দের ব্যর্থতার কারণে বাংলাদেশ সামান্য রানটুকু টপকাতে কতটা হিমসিম খায় এবং শেষ পর্যন্ত দেখা যায় তাদের অমার্জনীয় ব্যর্থতার কারণে তাহাও পারে না কিন্তু এতে আমরা সবাই কেন চোখ বুজে ক্রিকেট কর্তাদের দায়ী করি ? আজকের খেলার শেষ পর্যায়ে যে তিন বোলার ব্যাট করতে নামলো তাদের খেলা দেখে মনে হলো আউট হয়ে গেলেই যেন তাদের জানটা বেঁচে যায়,আর এতদিন আমরা যারা হার্টের রোগী বাংলাদেশের খেলা দেখে আসছি বাংলাদেশের বিদায় ঘন্টা বাজার সুবাদে মনে হয় আমাদের জানটাও বেঁচে গেলো। তাই আমি কিছুটা দৈনিক মানবজমিন পত্রিকার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই আফগানিস্তান কে সেমিফাইনালে পৌঁছে দেওয়ার জন্য এই মহত কর্মটি সফল ভাবে করার জন্য বিসিবির উচিৎ প্রত্যাক নিলর্জ্জ খেলোয়াড় কে তিরস্কারের পরিবর্তে বিপুল পরিমাণ নগদ অর্থ দিয়ে পুরস্কার করা।

Shahid Uddin
২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ১২:০৩ অপরাহ্ন

হেডিং দেখে মনে হচ্ছে আফগানিস্থানের হয়ে খেলে বাংলাদেশের বদান্যতায় আফগানিস্থান সেমিতে খেলতে যাচ্ছে!! আফগানিস্থান যে ভাল খেলে জিতেছে এটা লিখতে বাধা কোথায়? বাংলাদেশকে হারিয়ে আফগানিস্থান সেমিতে* বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পাপন কে সরাতে হবে,দল থেকে অযোগ্যদের সরাতে হবে,নাটের গুরু সাকিবকে আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে হবে।আত্মীয় কোটায় অধিনায়ক নির্বাচন বন্ধ করতে হবে।

MU
২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ১১:৩৮ পূর্বাহ্ন

আমাদের ক্রিকেটাররা শিখছেন। ওনারা অনভিজ্ঞ। অভিজ্ঞতা সঞ্চয় করছেন। এটা হয়ত আরও কয়েক দশক শুনব। ওনাদের মতো ক্রিকেটারের বিরুদ্ধে কিছু বলার নেই। শুধু বলব আমাদের ট্যাক্সের, ভ্যাটের টাকায় ওনাদের পালন করা হয়। কিন্তু ২৯ বলে যখন মাত্র ২২ রান দরকার, কখনও ম্যাচ বাংলাদেশের হাতে। শুধু একটা করে সিঙ্গেল নিলেই জিতে যায় বাংলাদেশ। তখন তানজিম হাসান যে হুক শটটি খেললেন, তার কি প্রয়োজন ছিল? পাড়ার গলিতে খেলা একজন ক্রিকেটারও এটা বুঝে। কিন্তু বুঝলেন না তানজিম। আমি বলব তার ওই শটটি খেলার জন্যই বাংলাদেশ হেরেছে। ধিক্কার আমাকে, কারণ এখনও আমরা আবেগ নিয়ে খেলা দেখি। দেশকে ভালবাসি

উড়নচণ্ডী
২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ১১:৩৫ পূর্বাহ্ন

Liton didn't play intelligently. When the match was over for Bangladesh, he should have tried to keep most of the strike to him to shield the tail enders. Instead, he let the tail enders play most of the time. Not a smart cricket!

Zislam
২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ১১:২৮ পূর্বাহ্ন

দ্রুত ৩ উইকেট হারানোর পর বাংলাদেশকে সেমিফাইনালের দৌড় বন্ধ করে শুধু জেতার জন্য খেলা উচিত ছিল বলে মনে হয়! গুরুত্বপূর্ণ খেলায় ব্যাটিং এ আবারো ব্যর্থ হয়েছেন সাকিব।

Harun Rashid
২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ১১:১৬ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status