বাংলারজমিন
কবিরহাটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২৫ জুন ২০২৪, মঙ্গলবারআওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলার সব ইউনিয়নে কেক কেটে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল সকাল থেকে উপজেলার একটি পৌরসভা, ১০টি সাংগঠনিক ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসব আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।