ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

পুলিশে বড় রদবদল, ৪০ কর্মকর্তার বদলি, পদায়ন

স্টাফ রিপোর্টার
২৪ জুন ২০২৪, সোমবার

পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ৩টি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ৪০ জন বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তার বদলি (পদায়ন) করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজুম মুনিরা স্বাক্ষর করেন। এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি সুপার নিউমারারি) কৃষ্ণপদ রায়কে ঢাকায় পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। বদলি হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে ৯ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ১৫ জন অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এদিকে পুলিশে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১৫ জনকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। ২০২৩ সালের শেষের দিকে পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে পুলিশ সুপার পদ থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয়া হয়। তবে দীর্ঘদিন ধরে তাদের পোস্টিং দেয়া হয়নি। যাদের পদায়ন করা হয়েছে তারা হলেন- মো. আব্দুল ওয়ারীশকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, সরকার মোহাম্মদ কায়সারকে ঢাকায় অতিরিক্ত আইজির (এসবি) কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, মুহাম্মদ আশরাফ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার, এ. এইচ এম. আবদুর রকিবকে ঢাকায় অতিরিক্ত আইজির (এসবি) কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, মোহাম্মদ আনিসুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যুগ্ম পুলিশ কমিশনার, এবিএম. মাসুদ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যুগ্ম পুলিশ কমিশনার, মো. শহিদুল্লাহকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যুগ্ম পুলিশ কমিশনার, মোহাম্মদ শরিফুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, সুদীপ কুমার চক্রবর্তীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার, প্রলয় কুমার জোয়ারদারকে ঢাকায় পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক, আসমা সিদ্দিকা মিলিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যুগ্ম পুলিশ কমিশনার, আকবর আলী মুনসীকে গাজীপুর মহানগর পুলিশে উপ-পুলিশ কমিশনার, মো. ফেরদৌস আলী চৌধুরীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার এবং মোহাম্মদ এহসান শাহকে সিলেট মহানগর পুলিশে উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
এ ছাড়া পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১৪ জনকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। ১৪ জেলায় নতুন এসপি-ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো. শাহজাহানকে রংপুর, মুহাম্মদ আলমগীর হোসেনকে কুষ্টিয়া, মোহাম্মদ মনিরুল ইসলামকে ফেনী এবং মো. আ. আহাদকে পাবনা জেলার এসপি পদে বদলি ও পদায়ন করা হয়েছে। কুমিল্লার এসপি আব্দুল মান্নানকে সিলেট, পটুয়াখালীর এসপি মো. সাইদুল ইসলামকে কুমিল্লা, বরগুনার এসপি মো. আবদুস ছালামকে পটুয়াখালী, ফেনীর এসপি জাকির হাসানকে বগুড়া, নীলফামারীর এসপি মো. গোলাম সবুরকে টাঙ্গাইল ও মাদারীপুরের এসপি মাসুদ আলমকে যশোর জেলায় এসপি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি মো. রাফিউল আলমকে বরগুনা ও মো. মোকবুল হোসেনকে নীলফামারী, ঢাকায় পুলিশের বিশেষ শাখার এসপি মোহাম্মদ শফিউর রহমানকে মাদারীপুরের এসপি এবং পুলিশ অধিদপ্তরের এসপি এমএন. মোর্শেদকে সুনামগঞ্জ জেলায় এসপি হিসেবে বদলি করা হয়েছে। সিলেট জেলার এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে ডিএমপির উপ-কমিশনার হিসেবে। 
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status