দেশ বিদেশ
৮ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
২৩ জুন ২০২৪, রবিবারঈদের ছুটিতে ৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। এতে গতকাল থেকে বন্দরে কর্মচঞ্চলতা ফিরতে শুরু করেছে। তবে বন্দরটি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।
হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪-২১শে জুন পর্যন্ত ৮ দিন বন্দর দিয়ে আমদানি রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। ঈদের ছুটি শেষ হওয়ায় গতকাল থেকে বন্দরে কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। ঈদের আমেজ পুরোপুরি না কাটায় বন্দরটি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। এদিকে, পূর্বের মতো স্বাভাবিক রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত
৭
প্রকাশ্যে গুলি করে হত্যা, লাশ গুম/ সেই পুলিশ কনস্টেবল জামিনে
১০