বিনোদন
তিক্ত অভিজ্ঞতা
বিনোদন ডেস্ক
২২ জুন ২০২৪, শনিবার
২০১৩ সালে টলিউডে কাজের জন্য আসেন রূপসা মুখোপাধ্যায়। তবে ৬ বছর পর নিজের প্রথম সিনেমায় কাজের সুযোগ পান তিনি। এরপর অনেক সিনেমায় কাজ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ইন্ডাস্ট্রিতে তিক্ত অভিজ্ঞতার শিকারও হয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, অডিশনে নির্বাচিত হয়েছি। লুকসেটও হয়েছে। কিন্তু পরে শুনেছি, অন্য কেউ সেই চরিত্রে অভিনয় করছেন। তখন বুঝতে পারি নতুনদের অডিশন নেয়া হলেও শেষে সেই পরিচিত চার-পাঁচ জনের মধ্যে থেকেই কেউ সুযোগ পান।