অর্থ-বাণিজ্য
বিশ্বব্যাংকের কথা শুনতে হবে, কারণ তারা আমাদেরকে টাকা দেয়: অর্থমন্ত্রী
অর্থনৈতিক রিপোর্টার
(৪ মাস আগে) ২০ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সবেমাত্র বাজেট দিয়েছি। বাজেট পেশ করার পর নানা মহল থেকে নানা প্রতিক্রিয়া আসছে। বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশ ভালো আছে। বিশ্বব্যাংক যা বলছে আমাদের শুনতে হবে কারণ তারা আমাদের টাকা দেয়। আমাদের টাকা লাগবে। আপনি কি টাকা দেন? আপনি টাকা দেন, আপনার কথা শুনবো।
বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি: প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার। অনেকেই বলে, সরকার শিগগিরই পড়ে যাবে, কই সরকার তো পড়ে না। সরকার দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া মানে কী? দেউলিয়া তো হলো না। বিশ্বব্যাংক কিছু বোঝে না, আপনি সব কিছু বোঝেন?
আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, বাজেট দিলাম, এটা দেখেন। বোঝার চেষ্টা করেন। না বুঝে মন্তব্য করবেন না। অর্থমন্ত্রী বলেন, আমরা বাজেট দিয়েছি অনেক চিন্তাভাবনা করে। অর্থনীতি নিয়ে প্রিম্যাচিউর বক্তব্য দেবেন না। আমি আপনাদের নিরাশ করতে চাই না।
আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, দেশের অর্থনীতি নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু বিশ্বব্যাংক ঠিকই ঋণ দিচ্ছে। এই আন্তর্জাতিক সংস্থা বলেছে, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই আছে।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ বাজেট জনবান্ধব। শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার। বাজেটে যেসব প্রস্তাব পেয়েছি, সেগুলো আমরা দেখব। বাজেট এখনও পাস হয়নি। আপনাদের প্রস্তাব পুনর্বিবেচনার সম্ভাবনা আছে, সেটা সম্ভব। একইসঙ্গে পরামর্শ দেয়ার সুযোগ রয়েছে। সেটা নেয়ারও সময় আছে।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান অপরিসীম। খাদ্য নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখছেন কৃষক। তাই সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াকুন শি ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ আরও অনেকে।
ফালতু অর্থ মন্ত্রী।