খেলা
যে কারণে তানজিম সাকিবকে জরিমানা করলো আইসিসি
স্পোর্টস ডেস্ক
(৫ মাস আগে) ১৯ জুন ২০২৪, বুধবার, ১:১৬ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ৪ উইকেট নেন তানজিম হাসান সাকিব।।ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।। তবে ওই ম্যাচেই আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন তানজিম হাসান।
বাংলাদেশের এই পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি নামের যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় নেপালের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা এটি। দারুণ বোলিং করতে থাকা তানজিমের সঙ্গে লেগে যায় নেপাল অধিনায়ক রোহিত পাউডেলের। একটি বল করার পর রোহিতের দিকে আগ্রাসীভাবে এগিয়ে যান তানজিম, করেন অনুপযুক্ত শারীরিক স্পর্শ।
খেলা শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেন তানজিম। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।