ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

পরিচারকদের বেতনের থেকে পোষ্য কুকুরের পেছনে বেশি খরচ, হিন্দুজাদের বিরুদ্ধে জেল-জরিমানার দাবি

মানবজমিন ডিজিটাল

(৬ মাস আগে) ১৮ জুন ২০২৪, মঙ্গলবার, ২:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২৫ অপরাহ্ন

mzamin

বৃটেনের অন্যতম ধনকুবের হিন্দুজা পরিবার। তারা একজন পরিচারকের বেতনে যত ব্যয় করে, তার থেকে অনেক বেশি খরচ করে তাদের পোষ্য কুকুরের জন্য। গৃহকর্মের জন্য নিযুক্ত কর্মচারী পাচার ও তাদের শোষণের অভিযোগে চলা একটি মামলায় সরকারি কৌঁসুলি একটি সুইস আদালতে এই তথ্য তুলে ধরেছেন। আদালতে, প্রসিকিউটর ইভেস বার্তোসা বলেছেন, ‘হিন্দুজা দম্পতি তাদের একজন পরিচারকের চেয়ে একটি কুকুরের জন্য বেশি খরচ করেছে। একজন নারী পরিচারিকাকে   মাত্র ৬.১৯ পাউন্ড (৭ সুইস ফ্রাঁ) বেতন দেওয়া হয়। সপ্তাহে সাতদিন দিনে ১৮ ঘণ্টা করে কাজ করতে হয় তাকে’। 

আইনজীবীর আরও দাবি, কর্মচারীদের চুক্তিতে কাজের ঘণ্টা এবং ছুটির দিন লেখা থাকে না। যদি প্রয়োজন পড়ে তাহলে তাদের ছুটি মেলে, তাও কাজ না থাকলে। পরিচারক-পরিচারিকাদের পাসপোর্ট পরিবারের জিম্মায় রেখে দেওয়া হয়। ফলে কাজ ছেড়ে তাদের চলে যাওয়ারও উপায় থাকে না। এমনকি তাদের বেতনের সুইস ফ্রাঁ ভারতে পাঠিয়ে দেওয়া হয় বলে সেখানে হাতখরচ বা অন্য কোনও কারণে খরচ করার মতো অর্থ হাতে থাকে না। পরিচারকরা তাদের নিয়োগকর্তার অনুমতি ছাড়া বাড়ি ছেড়ে যেতে পারে না এবং তাদের কোনো  স্বাধীনতা নেই । প্রসিকিউটররা অজয় ​​হিন্দুজা এবং তার স্ত্রী নম্রতার জন্য কারাদণ্ডের দাবি জানিয়েছেন এবং পরিবারকে আদালতে ব্যয়-জরিমানা হিসাবে  ১ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক এবং কর্মীদের জন্য ক্ষতিপূরণ হিসেবে  ৩.৫ মিলিয়ন ফ্রাঙ্ক প্রদানের দাবি করেছেন। যদিও অভিযোগ প্রসঙ্গে হিন্দুজা পরিবারের আইনজীবীরা বলেন, পরিচারকদের সঙ্গে সম্মানপূর্বক ব্যবহার করা হয়। বেতন প্রসঙ্গে তাদের বক্তব্য, ওটা ওভাবে হিসাব করলে চলবে না। কারণ সব পরিচারকই বোর্ডিং এবং লজিংয়ের অর্থাৎ থাকা-খাওয়ার খরচসহ থাকেন। ফলে মোট খরচের পরিমাণটা অনেক বেশি। 

আঠারো ঘণ্টা কর্মদিবসও একটি অতিরঞ্জন তথ্য হিসেবে দাবি করে  হিন্দুজা পরিবারের আইনজীবীরা বলেন, 'যখন তারা বাচ্চাদের সাথে সিনেমা দেখতে বসেন, তখন এটি কি কাজ হিসাবে বিবেচিত হতে পারে?' হিন্দুজার আইনজীবীদের আরো দাবি, ‘গরিবকে কম দরিদ্র করার জন্য ধনীকে ভাঙিয়ে নেবার  ধারণাটি আকর্ষণীয় তবে এ  ক্ষেত্রে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তা অবশ্যই বিচারিক হতে হবে।’

সূত্র :  হিন্দুস্থান টাইমস

পাঠকের মতামত

শুধু হিন্দুজারাই নয়, তৃতীয় বিশ্বে এমনকি বাংলাদেশেও এমন অমানুষ আছে যাদের কুকুর বিড়ালের জন্য খরচ তাদের গৃহকর্মীদের বেতনের চাইতে অনেক বেশী।

Mashud Hasan
১৯ জুন ২০২৪, বুধবার, ১১:৪২ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

১০

সহযোগীদের খবর/ হাসিনাকে রেখেই এগোবে ভারত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status