খেলা
টি২০ বিশ্বকাপ
ছিটকে গেলেন মুজিব, ডাক পেলেন জাজাই
স্পোর্টস ডেস্ক
(৭ মাস আগে) ১৫ জুন ২০২৪, শনিবার, ৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন
এক ম্যাচ খেলেই শেষ হয়ে গেল মুজিব উর রহমানের বিশ্বকাপ। ডান হাতের তর্জনী মচকে যাওয়ায় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলতে পারবেন না আফগানিস্তানের অফ স্পিনার। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন হযরতউল্লাহ জাজাই। আনুষ্ঠানিক বিবৃতিতে শুক্রবার এই পরিবর্তনের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি।
গত ৩রা জুন উগান্ডার বিপক্ষে আফগানিস্তানের প্রথম ম্যাচ খেলেন মুজিব। সেদিন ১৬ রানে ১ উইকেট নেন ২৩ বছর বয়সী স্পিনার। এরপর আঙুলের চোটে বাইরে বসেই কাটান পরের দুই ম্যাচ। চোটের অবস্থার অগ্রগতি না থাকায় শেষ পর্যন্ত আর মাঠে ফেরা হলো না মুজিবের। তার পরিবর্তে বাঁহাতি ওপেনার জাজাইকে বেছে নিল আফগানরা। ফলে ব্যাটিংয়ে শক্তি বাড়ল এরই মধ্যে সুপার এইট নিশ্চিত করা দলটির।
গত ফেব্রুয়ারির পর আর কোনো টি-টোয়েন্টি খেলেননি জাজাই। তবে বিশ্বকাপের গত দুই আসরেই আফগানিস্তানের হয়ে ওপেনিং করেন তিনি। এবার শুরুতে দল থেকে বাদ পড়লেও মাঝপথে সুযোগ পেয়ে গেলেন ২৬ বছর বয়সী ওপেনার। মুজিব চোট পাওয়ার পর নিউ জিল্যান্ড ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে সুযোগ পান বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদ। কিউইদের বিপক্ষে জেতা ম্যাচে এক ওভারের বেশি বোলিং পাননি নুর। পাপুয়া নিউ গিনি ম্যাচে ১৪ রানে ১ উইকেট নেন তিনি। সেন্ট লুসিয়ায় সোমবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তান।