ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব ১৪৪৬ হিঃ

খেলা

অস্কার থাকছেন নাকি থাকছেন না

স্পোর্টস রিপোর্টার
১৫ জুন ২০২৪, শনিবারmzamin

২০১৮ সালে বসুন্ধরা কিংসের হাল ধরেন কোচ অস্কার ব্রুজন। এই সময়ের মধ্যে ১৫ শিরোপার ১১টিই ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। সর্বশেষ মৌসুমে প্রথম বারের মতো ট্রেবল জেতে ক্লাবটি। তবে ঘরোয়া আসরে অপ্রতিরোধ্য কিংসের যাত্রা বারবার বিঘ্নিত হয়েছে এএফসি কাপে। প্রতিবারই গ্রুপ পর্ব পেরোনোর খুব কাছে গিয়েও আটকে গেছে তারা। মোহনবাগান, ওড়িশা, গোকুলাম কেরালার মতো দলগুলোকে হারালেও শেষ পর্যন্ত মেলেনি নক আউটের টিকিট। কিংস কর্তৃপক্ষ এর দায় কোচের ওপর না চাপালেও দীর্ঘ ছয় মৌসুম পর এবার তারা হাঁটতে যাচ্ছেন পরিবর্তনের পথে। গুঞ্জন আছে এরমধ্যে হাইপ্রোফাইল একজন কোচের সঙ্গে আলোচনা নাকি চলছে ক্লাবটির। যদিও বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাচ্ছেন না কিংস প্রেসিডেন্ট ইমরুল হাসান। তবে তিনি নিশ্চিত করেননি আগামী মৌসুমে অস্কার থাকছেন কি না। কোচ চূড়ান্ত না হলেও কিংসের নতুন মৌসুমের দল প্রায় চূড়ান্ত। নতুন মৌসুমে মাসুক মিয়া জনি, ইয়াসিন আরাফাত, বিপলু হোসেন, মতিন মিয়া, আমিনুর রহমান সজীব ও তৌহিদুর রহমান সবুজকে ছেড়ে দিচ্ছে তারা। কিছু তরুণ খেলোয়াড়কে নিজেদের ডেরায় নিচ্ছে ক্লাবটি। ব্রাদার্স থেকে যেমন ফিরিয়ে আনছে জাতীয় দলে ডাক পাওয়া রাব্বী হোসেন রাহুলকে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে খেলা দু’তিন জনও আছেন এই তালিকায়। সিনিয়র খেলোয়াড়দের মধ্যে শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে যোগ দিচ্ছেন ফয়সাল আহমেদ ফাহিম। আগামী মাসে এএফসি চ্যালেঞ্জ লীগ টু-এর প্লে অফ খেলবে কিংস। তাতে রবসন রোবিনহো, মিগেল ফিগেইরাকে নিয়েই মাঠে নামার কথা বাংলাদেশ চ্যাম্পিয়নদের। ডোরিয়েল্টন এই মিশনে যে থাকছেন না, সেটি প্রায় নিশ্চিত। এর সঙ্গে কিংস ছেড়ে দিয়েছে আসরর গফুরভ, এমফন ওদয়, গফুরবেক। ডোরিয়েল্টনের জায়গায় নতুন স্ট্রাইকার খুঁজছে কিংস। এরপাপাশি জনাথন ফার্নান্দেসকে আবারো ফিরিয়ে আনছে ক্লাবটি। ২০১৮-১৯ মৌসুমে কিংসে খেলা যাওয়া এই ব্রাজেলিয়ান সবশেষ মৌসুমে খেলেছেন আবাহনীতে। এজন ডিফেন্ডারও আনছে ক্লাবটি। এদিকে ব্রুজনের সঙ্গেও এখনো চুক্তি নবায়ন করেনি কিংস। তাতেই অনেকটা স্পষ্ট, নতুন মৌসুমে চ্যাম্পিয়ন দলটির ডাগআউটে নতুন কাউকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। ক্লাব সভাপতি ইমরুল হাসান যদিও এ বিষয়ে চূড়ান্ত করে কিছু বলেননি। তিনি বলেন, ‘কোচের সঙ্গে আলোচনা চলছে, এখনই তাই কিছু বলা সম্ভব না। ও ছুটিতে গেছেন। আগামী ১৬ই জুন অস্কার ঢাকায় আসবে। তার সঙ্গে আলোচনার পর জানাতে পারবো।’ তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের হাসি-কান্নার সঙ্গী কোচের সঙ্গে সুন্দর সমাপ্তি চায় কিংস। কোচ এবং নিজেদের সম্মানের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশের শীর্ষ ক্লাবটি। দেশের ফুটবলে বা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি, সম্মানের সঙ্গে কোচকে বিদায় দিয়ে সেটি অক্ষুন্ন রাখতে চায় তারা। সে লক্ষ্যেই অস্কারকে ঢাকায় ফিরিয়ে আনছে ক্লাবটি। তবে অস্কারের জায়গায় কাকে নেয়া হবে তা নিয়ে ভাবনায় আছে কিংস। এরইমধ্যে যে কোচের সঙ্গে কিংস যোগাযোগ শুরু করেছে। তার চাহিদা আনেক। হাইপ্রোফাইল এই কোচের সঙ্গে আনতে হবে তার পছন্দের কোচিং স্টাফ। সেক্ষেত্রে বাদ দিতে হবে কিংসের বহু পুরোনো কোচিং স্টাফদের। যা চাচ্ছেন না কিংসের টিম ম্যানেজমেন্ট। যে কারণে অস্কারের বিদায় এখনই বলতে চাইছেন না তারা। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status