ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

রেমালে ক্ষতিগ্রস্তদের ১৪.৫ কোটি টাকা মানবিক সহায়তা দিচ্ছে সুইডেন

স্টাফ রিপোর্টার
১৪ জুন ২০২৪, শুক্রবার

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের ১৪.৫ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে সুইডেন। সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় এই ঘূর্ণিঝড়। বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, রেমালে ক্ষতিগ্রস্ত ৪৬ লাখ মানুষের পাশে আছে সুইডেন। এই ঝড়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত হয়েছেন ৮ লাখ মানুষ। ঢাকাস্থ দূতাবাসের এক বিবৃতিতে তিনি বলেন, এসব ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার জন্য সুইডেন মানবিক সহায়তা দিচ্ছে- এ ঘোষণা দিতে পেরে আমি সন্তুষ্ট। এর মধ্যে সুইডিশ রেডক্রস, সেভ দ্য চিলড্রেন এবং ইসলামিক রিলিফের মাধ্যমে দেয়া হবে ১২ লাখ ডলার বা প্রায় ১৪.৫ কোটি টাকা। এই অর্থে কমপক্ষে ৮৬ হাজার মানুষকে খাদ্য, আশ্রয় এবং বেঁচে থাকার সুযোগ সৃষ্টির মতো মৌলিক প্রয়োজন মেটানো হবে। ১৫ হাজার শিশুকে স্কুলে ফেরার সুযোগ সৃষ্টি করবে এই সহায়তা। এই সহায়তা বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপের সঙ্গে পরিপূরক। মানবিক সহায়তাকে ব্যবহার করা হবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়ে। নগদ অর্থ সহায়তা দেয়ার ফলে এসব মানুষ নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা তাদের জরুরি তা সম্পাদনে। এর ফলে, উদাহরণস্বরূপ, তারা খাদ্য ও পোশাক কিনতে সক্ষম হবেন। মাথার উপর ছাদ বা স্বাস্থ্যসেবার খরচ হিসেবে ব্যবহার করতে পারবেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ৬,৫০০ পরিবারকে বাংলাদেশ রেডক্রসের মাধ্যমে নগদ অর্থ দেবে সুইডিশ রেডক্রস। খাদ্য ও ওষুধের মতো মৌলিক প্রয়োজন দ্রুততার সঙ্গে মেটাতে এই অর্থ সহায়তা করবে ঝুঁকিতে থাকা মানুষদের। খুলনা ও বরগুনা জেলায় ২০০০ পরিবারকে নগদ অনুদান, স্বাস্থ্যসামগ্রী এবং ৬০০ পরিবারকে ঘর তৈরিতে সহায়তা করবে সেভ দ্য চিলড্রেন। ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে যাওয়া ২৪টি স্কুল মেরামত করা হবে। এর ফলে ১৫ হাজার শিশু স্কুলে ফিরতে পারবে। পটুয়াখালী এবং বরগুনা জেলায় ৭,২০০ পরিবারকে নগদ অর্থ ও স্বাস্থ্যসামগ্রী সরবরাহ দেবে ইসলামিক রিলিফ। এক্ষেত্রে দৃষ্টি নিবদ্ধ থাকবে বিশেষ করে যে পরিবারের প্রধান নারী, বিধবা, অন্তঃস্বত্ত্বা ও দুধপান করানো নারী। বিশ্ব জুড়ে সবচেয়ে বড় মানবিক ডোনারের অন্যতম সুইডেন। জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ডের শীর্ষ ডোনারও সুইডেন।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status