ঢাকা, ১৯ জুলাই ২০২৫, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

করিমগঞ্জে ডিএসকে’র শিক্ষাবৃত্তি পেলো ৪৩ দরিদ্র-মেধাবী

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার
mzamin

কিশোরগঞ্জের করিমগঞ্জে ৪৩ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে মোট ছয় লাখ ২০ হাজার টাকা বৃত্তি দিয়েছে বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। বুধবার দুপুরে করিমগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কিশোরগঞ্জ-২ অঞ্চলের উদ্যোগে অনুষ্ঠানে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় ২০২৩ সালের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ৪৩ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে প্রাথমিক উত্তীর্ণ ৭ শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে, নিম্ন মাধ্যমিক উত্তীর্ণ ৬ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে, এসএসসি উত্তীর্ণ ১৮ শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এবং এইচএসসি উত্তীর্ণ ১২ শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুজ্জামান ভূঞার সভাপতিত্বে শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজ আহমেদ হুমায়ুন। এতে স্বাগত বক্তব্য রাখেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কিশোরগঞ্জ-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সজল মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলাম এবং উত্তরা ব্যাংক পিএলসি করিমগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাহমুদুল হাসান সোহেল। দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার মো. জুয়েল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে জান্নাত সুলতানা কচি, সুবর্ণা ও সোহেল হাসিব মৌমিত এবং অভিভাবক মোছা. ফাহমিদা আক্তার বক্তব্য রাখেন। এ সময় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) শাখা ব্যবস্থাপক মো. আল আমিন, সহ-শাখা ব্যবস্থাপক মাহফুজুর রহমান খান, চন্দনা দেবনাথ ও আরিফুল ইসলাম এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এদিকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সংস্থাটির কৈশোর কর্মসূচির আয়োজনে কলেজ মাঠে কৈশোর মেলা অনুষ্ঠিত হয়। মেলায় উপজেলার কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা স্বাস্থ্য ও অন্যান্য সচেতনতামূলক বিষয়ে ১০টি স্টল দেয়। এতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চারজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেয় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। সম্মাননাপ্রাপ্তরা হলেন, শিক্ষায় অধ্যক্ষ আজিজ আহমেদ হুমায়ুন, সমাজসেবায় বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, সংস্কৃতিতে কবি, গায়ক ও চিত্রশিল্পী কফিল আহমেদ এবং সাংবাদিকতায় আশরাফুল ইসলাম।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপি নেতার পরকীয়া/ রাতভর গাছে বেঁধে রাখার পর বিয়ের সিদ্ধান্ত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status