ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান ১৪৪৬ হিঃ

বিনোদন

দীর্ঘদিন পর তাহসান-মিথিলা

স্টাফ রিপোর্টার
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবারmzamin

দীর্ঘদিন পর একই মঞ্চে হাজির হলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। গত মঙ্গলবার রাজধানী গুলশানের একটি ক্লাবে ওটিটি প্ল্যাটফরম চরকির জন্য নির্মিত ‘বাজি’ ওয়েব সিরিজের জন্য ডাকা সংবাদ সম্মেলনে একসঙ্গে হাজির হয়েছেন প্রাক্তন এই তারকা দম্পতি। এইদিন সিরিজটির ট্রেলারও প্রকাশ করা হয়েছে। এতে তাহসানকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে এবং মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান। জানা যায়, ক্রিকেটে বাজি ও তার প্রভাব ঘিরে নির্মিত হয়েছে ‘বাজি’। তাহসান-মিথিলা ১১ বছরের সংসার শেষে ২০১৭ সালে বিচ্ছেদের পথে হাঁটেন। এরপর কেটে গেছে প্রায় ৭ বছর। এই লম্বা সময়ে সরাসরি একসঙ্গে দেখা মেলেনি দু’জনের। ‘বাজি’র মধ্যদিয়ে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফরমে অভিষেক ঘটছে তাহসানের। দীর্ঘদিন পর একই ওয়েব ফিল্মে দেখা দেবেন এই তারকা জুটি। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে মিথিলা বলেন, ক্রিকেট নিয়ে প্রথম একটি ওয়েব সিরিজ হলো। তাহসানের প্রথম ওয়েব সিরিজ, চরকির সঙ্গে। সম্মিলিত প্রচেষ্টায় একটি ভালো কাজ করেছি। আশা করি সবার খুব ভালো লাগবে। অন্যদিকে তাহসান বলেন, ‘বাজি’র গল্প দারুণ। ওটিটিতে এমন একটি কাজের মাধ্যমেই যাত্রা হোক এটাই চেয়েছিলাম। অবশেষে সেটা হচ্ছে। আশা করি কাজটি দর্শকদের আশাহত করবে না। শুটিং অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, আমি ক্রিকেটার না। তাই ক্রিকেট খেলতে অনেক বেগ পেতে হয়েছে। এত বড় মাঠে ফ্লাড লাইটের আলোতে ৬ মারা, সেটা তো বডি ডাবল মারছে না। আমাকেই মারতে হচ্ছে। তো, আমার হয়তো একটা ৬ মারতে গিয়ে ২০টা বল খেলতে হয়েছে। তবে আমার এক সহশিল্পী দুই বলেই একটা করে ৬ মেরেছে। উল্লেখ্য, সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান-মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, তাসনুভা তিশা প্রমুখ।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status