অনলাইন
বৃটেনের স্বাস্থ্য প্রযুক্তিতে সাইবার হামলা
সন্দেহ রাশিয়ান হ্যাকারদের দিকে
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(৭ মাস আগে) ১২ জুন ২০২৪, বুধবার, ৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৯ অপরাহ্ন

বৃটেনের হাসপাতাল, জিপি সার্জারির সিস্টেমে সাইবার হামলা হয়েছে। স্বাস্থ্য তথ্য পেতে এই সাইবার হামলা চালিয়েছে বলে দ্যা ইন্ডিপেন্ডেন্ট খবর সূত্রে এই তথ্য জানা যায়। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে, হ্যাকাররা সিস্টেমে অনুপ্রবেশ করে আইটি সিস্টেমকে ব্যবহার অযোগ্য করে ফেলেছে। দক্ষিণ-পূর্ব লন্ডনে ছয়টি এনএইচএস ট্রাস্ট এবং বেশ কয়েকটি জিপি স্বাস্থ্যসেবা কেন্দ্রর সিস্টেমে এই হামলা হয়েছে। গত সপ্তাহে প্রায় ২ মিলিয়ন রোগীকে সেবা প্রদান করে থাকা জিপি স্বাস্থ্যসেবা কেন্দ্রর সিস্টেমে অনুপ্রবেশ করে আইটি সিস্টেমকে হ্যাকাররা দখলে নেয়। এনএইচএস দাবি করছে রাশিয়ান হ্যাকাররা এই কাণ্ড ঘটাতে পারে।
লন্ডন হাসপাতাল এবং জিপি সার্জারিগুলোতে ঘটা গুরুতর বিঘ্ন সৃষ্টিকারী সাইবার হামলার সমাধান করতে কয়েক মাস লাগতে পারে। তাছাড়া হ্যাকাররা কীভাবে স্বাস্থ্যসেবা সিস্টেমে অ্যাক্সেস অর্জন করেছে অথবা কতগুলি রেকর্ডকে প্রভাবিত করেছে কিংবা এই রেকর্ডগুলি পুনরুদ্ধারযোগ্য কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নয় এনএইচএস।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, রাশিয়ান অপরাধী গ্যাং দ্বারা এই ঘটনা ঘটেছে যারা সিস্টেমের অ্যাক্সেস ফিরিয়ে দেওয়ার বিনিময়ে সাধারণত অর্থ দাবি করে থাকে। যদিও মুক্তিপণ বা টাকা দাবির কোনো খবর এখনও পাওয়া যায় নাই।
হারিয়ে যাওয়া রেকর্ড কিভাবে পুনরুদ্ধার হবে সেটা নিয়ে তারা কিছুই বলতে পারছে না। সাইবার হামলার ফলে দীর্ঘস্থায়ী বিঘ্নের মুখোমুখি হতে পারে এনএইচএস।