অনলাইন
আনার কন্যা ডরিন
কোনো চাপ কিংবা তদবিরের কারণে বাবার বিচারকার্য যেন বাধাগ্রস্ত না হয়
স্টাফ রিপোর্টার
(৭ মাস আগে) ১২ জুন ২০২৪, বুধবার, ৩:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৭ অপরাহ্ন
কোনো রাজনৈতিক তদবির কিংবা চাপের কারণে আমার বাবার হত্যাকাণ্ডের বিচার যেন বাধাগ্রস্ত না হয় এমনটাই জানিয়েছেন আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ডরিন বলেন, গ্রেপ্তার হওয়া গ্যাস বাবু আমাদের পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার দ্বারা এমন কাজ হবে এটা আমাদের কল্পনায় ছিল না। ইতিমধ্যে জানতে পেরেছি গ্রেপ্তারকৃতদের তদন্ত থেকে বাদ দিতে ঊর্ধ্বতন পর্যায়ে তদবির চলছে। এ বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। তিনি আমাকে জানিয়েছেন, আমরা এ বিষয়ে সোচ্চার এবং তৎপর। এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন।