ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

‘সাকিব চার ওভার বল করতে না পারলেতো সমস্যা’

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৪, বুধবারmzamin

ব্যাটে তো বটেই, বল হাতেও একেবারে অচেনা সাকিব, পূরণ করতে পারছেন না ৪ ওভারের কোটাও। শেষ ম্যাচে করেছেন মাত্র ১ ওভার। ৪ ওভার বল করতে না পারলে সাকিব আল হাসানকে বাদ দেয়া উচিত বলে মনে করেন তামিম ইকবাল। তামিম ছাড়াও ভারতের সাবেক তারকা বীরেন্দর শেবাগ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজাও প্রশ্ন তুলেছেন সাকিবের পারফর্ম নিয়ে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোরের ওই অনুষ্ঠানে সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘সাকিব আমাদের সেরা বোলার। এখন প্রশ্ন উঠছে ওর পারফরম্যান্স নিয়ে। আমি বলবো, সাকিব ৪ ওভার বোলিং করতে না পারলে তাকে বাদ দেয়া উচিত।’ এই বিশ্বকাপে সাকিব এখন পর্যন্ত ২ ম্যাচে মাত্র ৪ ওভার বল করেছেন, নিতে পারেননি কোনো উইকেট। ব্যাট হাতে ২ ম্যাচে রান করেছেন মাত্র ১১। সাকিবের হতশ্রী পারফর্ম নিয়ে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে ভারতের সাবেক তারকা বীরেন্দর শেবাগ বলেন, ‘সাকিবের লজ্জা থাকলে অবসর নেয়া উচিত। ওর নিজেরই বলা উচিত- আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি।’ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৫ ম্যাচ খেলে সাকিব করেছেন ৪৪ রান। সেই পারফর্ম স্মরণ করিয়ে দিয়ে শেবাগ বলেন, ‘গত বিশ্বকাপেই আমার মনে হয়েছে ওর আর টি-টোয়েন্টিতে খেলা উচিত নয়। অনেক আগেই ওর অবসর নেয়ার সময় হয়েছে। আপনি এত সিনিয়র ক্রিকেটার, আপনার পরিসংখ্যানের অবস্থা এমন, আপনার নিজেরই তো লজ্জা পাওয়া উচিত। সাকিব তো কিছুই করতে পারছে না। আমার মনে হয় না এই বিশ্বকাপের পর ওর আর খেলা চালিয়ে যাওয়া উচিত।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আউট হয়েছেন মাত্র ৩ রান করে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও দলকে বিপদের মুখে ঠেলে দিয়ে ৮ রান করে আউট হয়েছেন টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার। সর্বশেষ ফিফটি পেয়েছেন ২০২২ সালে, গত ১৯ ম্যাচে নেই কোনো ফিফটি। এমন বিবর্ণ পারফরম্যান্সে অচেনা সাকিবকে ম্যাচ হারের জন্য কাঠগড়ায় তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। সাবেক এই পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘বাউন্সার দিয়ে সাকিবকে এনরিখ নর্কিয়া আউট করে দিয়েছে। কিন্তু তার কাছে এত অভিজ্ঞতা এবং এত লম্বা সময় ধরে খেলছে, ১০০ রানের এই ম্যাচ তার জেতানো উচিত ছিল। এক-দুইটা জুটি বা এক-দুই ওভার আগ্রাসী খেললেই বাংলাদেশ এই ম্যাচ জিতে যেতো।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status