খেলা
বাংলাদেশের বিরুদ্ধে আম্পায়ার্স কল: আইসিসির নিয়ম বদলানো দরকার বলছেন সাবেক তারকারা
স্পোর্টস ডেস্ক
(৩ মাস আগে) ১১ জুন ২০২৪, মঙ্গলবার, ২:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০৮ অপরাহ্ন
আম্পায়ার্স কল নিয়ে আইসিসির নতুন সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করেন ক্রিকেটের সাবেক দুই তারকা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইন ও ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার সমালোচনা করেছেন আইসিসির নিয়ম নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের একটি বাউন্ডারি ডেড বলের কারণে বাদ পড়ে। ওই বলে আম্পায়ার এলবিডব্লিউ দিয়েছিলেন মাহমুদউল্লাহকে। কিন্তু শেষে পরিবর্তন হয় সিদ্ধান্ত।
স্কাই স্পোর্টসের ধারাভাষ্যের কাজে থাকা নাসের হুসেইন বলছিলেন, ‘এই আইনটার সংস্কার হওয়া উচিত। বল বাউন্ডারি লাইন পেরিয়ে গেল আর আপনি ৪ রান দিবেন না। এটা কেন?’
ক্রিকইনফোর একটি অনুষ্ঠানে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার বলেন, ‘ফুটবলে যদি অফসাইড হয় আর বক্সে খেলা চলমান থাকে, তখন অপেক্ষা করেন রেফারি। বল গোল না হলে আর খেলা বন্ধ করা হয় না। তাহলে ক্রিকেটে কেন তাড়াহুড়ো করতে হবে আপনাকে। আঙুল তুললে কেন সব বন্ধ হয়ে যাবে। অপেক্ষা করুন। বল যদি বাউন্ডারিতে যায় তাহলে বাউন্ডারি দিন। এমন আইন থাকলে বাংলাদেশ আজ ৪ রানে হারত না।’
মাঞ্জরেকার আরো বলেন, ‘আমাদের এই আলোচনার ভিডিও আইসিসির কাছে পাঠানোর ব্যবস্থা করা হোক। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে সুপার ওভার নিয়ে সমালোচনার পর আইন বদলেছে আইসিসি। এই আইনও পাল্টানো হোক।’