ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

মোদি ৩.০ সরকারের কে কোন মন্ত্রণালয় পেলেন!

মানবজমিন ডেস্ক

(৮ মাস আগে) ১০ জুন ২০২৪, সোমবার, ৯:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৩ অপরাহ্ন

mzamin

শপথ নেয়ার পরদিন মন্ত্রিপরিষদের দায়িত্ব বন্টন শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয় স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন আনেননি তিনি। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে দায়িত্ব পাচ্ছেন অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীমারমন। প্রধানমন্ত্রী মোদি নিজের হাতে রাখছেন মিনিস্ট্রি অব পার্সোনেল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশন, আণবিক শক্তি বিভাগ ও মহাকাশ বিভাগ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিষয়ক মন্ত্রণালয় ফিরে পাচ্ছেন নিতিন গড়কড়ি। তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন অজয় তামতা ও হর্ষ মালহোত্রা। বাণিজ্য মন্ত্রণালয় ফিরে পেয়েছেন পিযুষ গয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জেপি নাড্ডা। তাকে সেই মন্ত্রণালয় দেয়া হয়েছে। তাকে একই সঙ্গে রাসায়নিক ও সার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিদ্যুৎ ও গৃহায়ণ এবং শহর বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে মনোহর লাল খাত্তারকে। প্রথমবারের মতো তিনি প্রতিমন্ত্রী হিসেবে শ্রীপদ নায়েকের সহযোগিতা পাবেন। আরও একজন প্রতিমন্ত্রী থাকবেন তোখান সাহু। মধ্যপ্রদেশের চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে দেয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়। একই সঙ্গে কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তিনি। পার্লামেন্ট বিষয়ক দায়িত্ব দেয়া হয়েছে কিরেন রিজিজুকে। এর আগে এ পদে ছিলেন প্রলহাদ যোশি। তাকে এবার এ দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে খাদ্য, ভোক্তা বিষয়ক এবং নবায়নযোগ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। জলশক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন সিআর পাতিল। ভুপেন্দ্র যাদবকে দেখা হয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে। গিরিরাজ সিংকে বস্ত্র মন্ত্রণালয় দেয়া হয়েছে। নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী হচ্ছেন অন্নপূর্ণা দেবী। শ্রম ও কর্মসংস্থান এবং স্পোর্টস ও ইয়ুথ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মানসুখ মান্দাভাই। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং এইচএএম প্রধান জিতেন রাম মাঝি পেয়েছেন মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের দায়িত্ব। তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শোভা কারান্দলাজে। আইবি এবং রেলওয়ের দায়িত্ব পেয়েছেন অশ্বিনী বৈষ্ণ। বেসামরিক বিমান চলাচল মন্ত্রী হয়েছেন টিডিপির রাম মোহন নাইডুকে। তিনি এবারের মন্ত্রিপরিষদে সবচেয়ে কম বয়সী এমপি। অন্যদিকে এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জ্যোতিরাদিত্য শিন্ডিয়াকে দেয়া হয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। দক্ষিণের মিত্র এবং জনতা দল সেক্যুলার প্রধান এইচডি কুমারাস্বামী পেয়েছে ভারি শিল্প ও স্টিল বিষয়ক মন্ত্রণালয়। বিহারের গুরুত্বপূর্ণ মিত্র এলজেপি প্রধান চিরাগ পাসওয়ানকে দেয়া হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়। ইন্ডিপেন্ডেন্ট চার্জে প্রতিমন্ত্রী হিসেবে দেয়া হয়েছে ড. জিতেন্দ্র সিংকে। জম্মু ও কাশ্মীর থেকে তৃতীয় মেয়াদের কেন্দ্রীয় এই মন্ত্রীকে আরও কিছু দায়িত্ব দেয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি, ভূ-বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয়, পার্সোনেল, পাবলিক গ্রিভেন্সেস ও পেনশন, ডিপার্টমেন্ট অব এটমিক এনার্জি, ডিপার্টমেন্ট অব স্পেস এবং প্রধানমন্ত্রীর অফিস।  আইন ও বিচার বিভাগ বিষয়ক ইন্ডিপেন্ডেন্ট দায়িত্ব পালন করবেন অর্জুন রাম মেঘওয়াল। একই সঙ্গে পার্লামেন্ট বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি।

 

পাঠকের মতামত

200 million মুসলিম কিন্তু একটা মন্ত্রণালয় পেল না

Rifat Hossain
১১ জুন ২০২৪, মঙ্গলবার, ১:২৪ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট/ আবারো ঢাকা-দিল্লি কূটনৈতিক উত্তেজনা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status