ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

দিলারার টানা সেঞ্চুরি, আবাহনীর টানা দ্বিতীয় ‘৪০০’

স্পোর্টস রিপোর্টার
১১ জুন ২০২৪, মঙ্গলবারmzamin

টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন দিলারা আক্তার দোলা। টানা দ্বিতীয় ম্যাচে ৪০০ রান কলো আবাহনী লিমিটেড। গতকাল মেয়েদের ঢাকা প্রিমিয়ার লীগে সিটি ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে ৪০২ রান করে আবাহনী। আগের ম্যাচে দেশের ঘরোয়া ক্রিকেটে পঞ্চাশ ওভারের সংস্করণে প্রথম দল হিসেবে চারশ করার কীর্তি গড়ে করেছিল তারা (৪০৪)। সিটি ক্লাবের বিপক্ষে ৯৫ বলে ১৬৪ রানের খুনে ইনিংস খেলেন দিলারা। ১২ ছক্কার সঙ্গে ৯টি চার হাঁকান আবাহনীর ওপেনার। গত ম্যাচে তিনি করেছিলেন ৫৮ বলে ১০৪ রান। পরে সিটি ক্লাবকে ৫২ রানে গুঁড়িয়ে ৩৫০ রানের বিশাল জয় তুলে নেয় আবাহনী। গত রাউন্ডে জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবকে ৩৬ রানে গুটিয়ে মেয়েদের লীগে সর্বোচ্চ ব্যবধানে (৩৬৮ রানে) জয়ের রেকর্ড গড়েছিল তারা। আবাহনীর এবারের জয়ে অবদান কম নয় জাহানারা আলমেরও। জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা অভিজ্ঞ এই পেসার স্রেফ ১৬ রান দিয়ে নেন পাঁচ উইকেট। চলতি লীগে তার উইকেট সংখ্যা হলো ৮ ইনিংসে ২৩টি, আসরে সর্বোচ্চ। বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে দেখেশুনে খেলেন দিলারা ও শারমন। ৪০ বলে পঞ্চাশ স্পর্শ করেন দিলারা, শারমিনের ফিফটি আসে ৬২ বলে। এরপর ঝড় তোলেন দিলারা। ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে তার লাগে কেবল ২৬ বল। কিছুক্ষণ পর ৪টি চারে ৬৫ রান করা শারমিন বিদায় নিলে ভাঙে আবাহনীর ২১৮ রানের উদ্বোধনী জুটি। দিলারা দেড়শ স্পর্শ করেন ৮৮ বলে। তার বিদায়ের পর আগ্রাসী ব্যাটিংয়ে ৫৬ বলে ৭০ রানের ইনিংস খেলেন রুবাইয়া হায়দার। ৩৮ রান আসে প্রাথুশা কুমারের ব্যাট থেকে। শেষ দিকে নাহিদা আক্তারের ১৮ বলে ৩২ রানের ক্যামিও ইনিংসে চারশ পার করে আবাহনী। পরে জাহানারার পাঁচ উইকেট ও স্পিনার শরিফা খাতুনের দ্ইু শিকারে সহজেই আত্মসমর্পণ করে সিটি ক্লাব। ৮ ম্যাচের সাতটি জিতে পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে আবাহনী। এখন পর্যন্ত এক ম্যাচ জেতা সিটি ক্লাব ১০ দলের মধ্যে নবম। ৮ ম্যাচের সবকটি জিতে শীর্ষে মোহামেডান। দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে বিকেএসপি। গুলশান ইয়ুথ ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে তারা। প্রতিপক্ষকে ১৩৮ রানে গুটিয়ে জয় তুলে নিয়েছে ৪১ বল বাকি থাকতে।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status