বিনোদন
চলতি মাসেই বিয়ে
বিনোদন ডেস্ক
১১ জুন ২০২৪, মঙ্গলবারসব জল্পনার অবসান ঘটলো। এবার পাকাপাকিভাবে বিয়ের তারিখ চূড়ান্ত হলো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহার। এ মাসেরই ২৩ তারিখ বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। পাত্র দীর্ঘদিনের প্রেমিক জহির ইকবাল। লোকসভা নির্বাচনে সদ্য তৃণমূলের টিকিটে জিতেছেন অভিনেত্রীর বাবা শত্রুঘ্ন সিনহা। পরিবারে খুশির আমেজ। আর তার মাঝেই মেয়ের বিয়ের দিনক্ষণ পাকা করে আমন্ত্রণপত্র ছাপিয়ে ফেলেছেন প্রবীণ সংসদ সদস্য-অভিনেতা। মুম্বইতেই বিয়ের আসর বসছে সোনাক্ষী-ইকবালের। বলিউডে ছবি এখন কম করছেন সোনাক্ষী। তবে যখনই কোনো ছবিতে কাজ করেন, দেখিয়ে দেন তিনি জাত অভিনেত্রী। এই যেমন, সঞ্জয়লীলা বানশালির ‘হীরামাণ্ডি’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে সাম্প্রতিক সময়ে নজর কেড়েছেন তিনি। ছবিটি নিয়ে নানা সমালোচনা হলেও, সোনাক্ষীর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। তবে এখন খবর সোনাক্ষীর বিয়ে নিয়ে। জানা গেছে, এই বিয়েতে আমন্ত্রিত ‘হীরামাণ্ডি’র গোটা কাস্ট। আমন্ত্রিতের তালিকায় আরও আছেন শাহরুখ খান, সালমান খান, কাপুর এবং বচ্চন পরিবার থেকে শুরু করে বলিউড ইন্ডাস্ট্রির অনেকে। বেশ কয়েক বছর ধরেই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। যখনই এসব প্রশ্ন উঠেছে, তখনই পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছেন। তবে বলিউডের হাওয়ায় উড়ছিল সোনাক্ষী ও জহির ইকবালের প্রেমের খবর। এমনকি, সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী ও জহির। আর এবার জহিরকেই বিয়ে করছেন বলিউডের এই অভিনেত্রী।