বিশ্বজমিন
মনিপুরের জিরিবামে নিরাপত্তারক্ষী-বিদ্রোহী গুলি বিনিময়, কারফিউ জারি
মানবজমিন ডেস্ক
(৮ মাস আগে) ১০ জুন ২০২৪, সোমবার, ৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৯ পূর্বাহ্ন

মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সফরকে কেন্দ্র করে সহিংসতাকবলিত জিরিবাম জেলায় নিরাপত্তারক্ষী ও বিদ্রোহীদের মধ্যে গুলির লড়াই হয়েছে। এ সময় তীব্র গুলি বিনিময়ের শব্দ শোনা গেছে। বিদ্রোহীদের হামলার জবাবে নিরাপত্তারক্ষীরাও গুলি ছোড়ে। এ সময় কমপক্ষে দু’জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। এ ঘটনায় সেখানে কারফিউ জারি করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এতে বলা হয়, জিরিবামে সোমবার সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের। আগে থেকেই সেখানে নিরাপত্তা টিম পাঠানো হয়। তাদের গাড়িবহরকে লক্ষ্য করে সন্দেহজনক বিদ্রোহীরা হামলা করে। ন্যাশনাল হাইওয়ের-৫৩ এর কোটলেন গ্রামের কাছে এ সময় গুলির শব্দ পাওয়া যায়। বেশ কতগুলো গুলির পর নিরাপত্তারক্ষীরা পাল্টা হামলা চালায়। এমনিতেই ওই অঞ্চল সহিংসতাকবলিত। তার মধ্যে এ ঘটনা কয়েকদিন আগের সহিংসতার ভয় জাগিয়ে দিয়েছে।
এর আগে ৫৯ বছর বয়সী মেইতি সম্প্রদায়ের একজন কৃষক সোইবাম শরতকুমার সিং কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। এরপর তার মৃতদেহ পাওয়া যায়। ফলে ৬ই জুন থেকে সেখানে শুরু হয় সহিংসতা। শরত কুমারের মৃতদেহ পাওয়ার ফলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তা নিয়ন্ত্রণে নিতে জরুরি নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়। ওই ঘটনায় দ্রুততার সঙ্গে পরিস্থিতির অবনতি ঘটে। প্রতিবেশী আসামে সেই সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রায় ৬০০ মানুষ আসামের লাখিপুর, কাচার জেলায় গিয়ে আশ্রয় প্রার্থনা করেন। রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ২২০ কিলোমিটার দূরে জিরিবাম। এটি হলো আসামে প্রবেশের কৌশলগত একটি বর্ডার এলাকা।