কলকাতা কথকতা
মানেকা, বরুণ গান্ধী তৃণমূলে যোগ দিতে পারেন, লোকসভায় লড়তে পারেন মমতার দেয়া টিকিটে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ১০ জুলাই ২০২২, রবিবার, ১:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৩ অপরাহ্ন

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন মানেকা এবং বরুণ গান্ধী৷ আসন্ন লোকসভা নির্বাচনে দুজনকেই তৃণমূলের টিকিটে লড়তে দেখা যেতে পারে৷ রবিবার তৃণমূলের এক মুখপাত্র জানান, শুধু মানেকা, বরুণই নন, তৃণমূলে যোগ দিচ্ছেন আরও তিন কংগ্রেস সংসদ সদস্য৷ তাঁদের নাম মুখপাত্র না বললেও ইঙ্গিত দেন যে এরা কংগ্রেস এর বিদ্রোহী জি টোয়েন্টি থ্রি গ্রুপের সদস্য ৷
উল্লেখযোগ্য, মানেকা এবং বরুণের সঙ্গে বিজেপির দূরত্ব বহুদিনেই তৈরি হয়েছে ৷ মানেকাকে মন্ত্রিত্ব থেকে সরিয়েও দেওয়া হয়েছে৷ বরুণকেও ইদানিং বিজেপির কর্মসূচিতে দেখা যায় না৷ রাষ্ট্রপতি নির্বাচনে এরা যশোবন্ত সিনহাকে ভোট দিতে পারেন বলে জানা গেছে৷
মানেকা এবং বরুণ দুজনেই নেহেরু - গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্কিত৷ দুজনেই তৃণমূলে যোগ দিলে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক বিজ্ঞাপন হিসেবে তাঁদের ব্যবহার করতে পারবে৷