ঢাকা, ২০ জুলাই ২০২৫, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

বড়াইগ্রামে গণধর্ষণ মামলার আসামি আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
২৮ মে ২০২৪, মঙ্গলবার

নাটোরের বড়াইগ্রামে গণধর্ষণ মামলায় পলাতক প্রধান আসামি নয়ন হোসেন (২৮) কে আটক করেছে র‌্যাব। গত রোববার রাত ৯টার দিকে উপজেলার খোদ্দকাছুটিয়া খেজুরতলা মোড় থেকে তাকে আটক করে। গতকাল সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত নয়ন বড়াইগ্রাম উপজেলার একই এলাকার মো. রায়হানের ছেলে। র‌্যাব নাটোর-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ই মে ভুক্তভোগী অভিমান করে নিজ বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য একটি বাসে উঠেন। পরে ঢাকা পৌঁছানোর পর ভুক্তভোগী তার ভুল বুঝতে পেরে পুনরায় বাড়ি ফেরার জন্য ওই বাসে উঠেন। এ সময় বাসে ২ নম্বর আসামি ফরিদুল (২৮)এর সঙ্গে তার পরিচয় হয়। রাত ১১টার সে বাস থেকে বনপাড়া বাইপাস নামে। পরে ২ নম্বর আসামি তাকে বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া এলাকার একটি ভুট্টা ক্ষেতের মধ্য নিয়ে যায়। সেখানে মামলার প্রধান আসামি নয়নসহ অন্য সহযোগী আসামিরা ওই নারীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে ভুট্টা ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ১৯শে মে বড়াইগ্রাম থানায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। র‌্যাব আরও জানায়, মামলার তদন্তকারী অফিসার আসামিদের গ্রেপ্তারের জন্য সিপিসি-২, নাটোর র‌্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। পরে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের অবস্থান শনাক্ত করে বড়াই গ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া এলাকার খেজুরতলা মোড় থেকে মামলার পলাতক প্রধান আসামি নয়নকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান বিষয়টি নিশ্চিত করেছেন। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপি নেতার পরকীয়া/ রাতভর গাছে বেঁধে রাখার পর বিয়ের সিদ্ধান্ত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status