বিনোদন
বাবা হারালেন আফসানা মিমি
স্টাফ রিপোর্টার
(৬ মাস আগে) ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার, ১:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৫৭ অপরাহ্ন
মারা গেছেন গুণী অভিনেত্রী আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম। বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবরটি নিশ্চিত করেছেন মিমির ঘনিষ্ঠজন ও বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে সুবর্ণা বলেন, আমাদের প্রিয় আফসানা মিমির বাবা মারা গেছেন। তার জানাজা বাদ জোহর উত্তরায় মিমির বাসায় অনুষ্ঠিত হবে। তার আত্মার শান্তি কামনা করছি। শান্তিতে থাকুন খালু। খবরটি শুনে মিমির সহকর্মী, শুভাকাঙ্ক্ষী অনেকেই সমবেদনা প্রকাশ করছেন। জানা গেছে, আফসানা মিমির বাবা পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। যুক্ত ছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও।
Innalillaha o innaeliah rajiun
Our prayers are for the departed soul