দেশ বিদেশ
বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক
কর্মসূচি নির্ধারণসহ পাঁচ ইস্যুতে আলোচনা
স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৪, বুধবারবিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণ, রিজার্ভ চুরি, দ্রব্যমূল্য এবং তিস্তা প্রকল্পসহ পাঁচ ইস্যুতে বৈঠক করেছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির নেতারা। গত সোমবার রাতে ভার্চ্যুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, বৈঠকে নেতারা বলেন- দেশে বর্তমানে ব্যাপক ডলার সংকটের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বলা হয়, সার্বিকভাবে দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে। এ কারণে মানুষের ভোগান্তি আরও বাড়বে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরে উদ্বেগ প্রকাশ করা হয় বৈঠকে। বৈঠকে প্রস্তাবিত তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি’র স্থায়ী কমিটির নেতারা বলেন, এই প্রকল্প বাস্তবায়নে সরকারের মধ্যে এক ধরনের সিদ্ধান্তহীনতা রয়েছে। এটা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। বৈঠকে বিএনপি’র স্থায়ী কমিটিতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের সিদ্ধান্ত হয়েছে। এই ইস্যুতে কেন্দ্র থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যন্ত দলীয় কর্মসূচি পালিত হবে।